দিল্লি, ৭ ফেব্রুয়ারি: রাজ্যসভায় কংগ্রেসকে (Congress) একের পর এক আক্রমণে বিদ্ধ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গেকে কটাক্ষ করে একের পর এক আক্রমণ শানান প্রধানমন্ত্রী মোদী। মোদী বলেন, তিনি মল্লিকার্জুন খাড়গের কথা শুনে উপভোগ করেছেন। খাড়গে যা বলেছেন, তা না বললে, সংসদে বিনোদন উপভোগ করতে পারতেন না। খাড়গে যা বলেছেন, তা প্রত্যেকে উপভোগ করেছেন বলে কটাক্ষ করেন প্রধানমন্ত্রী মোদী। এসবের পাশাপাশি ব্রিটিশ সাম্রাজ্য শেষের পর কারা তাদের তৈরি করা ব্যবস্থা টিকিয়ে রেখেছিল বলে প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী মোদী। পাশাপাশি ব্রিটিশদের চালু করা বিভিন্ন নিয়মের পাশাপাশি পেনাল কোড কেন টিকিয়ে রাখা হয়েছিল বলেও প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী।
আরও পড়ুন: Ukrainian PM On India: নরেন্দ্র মোদী 'বিশ্ব নেতা', যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের পাশে দাঁড়াক ভারত, আবেদন
এসবের পাশাপাশি রাহুল গান্ধীকেও (Rahul Gandhi) আক্রমণ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, কোনও পরিবার যখন রাজনৈতিক দল চালায়, তার ফল দেশকে ভুগতে হয়। চব্বিশের লোকসভা নির্বাচনে কংগ্রেস ৪০টি আসন পেলেও, তা অনেক হবে বলেও কটাক্ষ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সম্প্রতি রাহুল গান্ধীর ভারত জোড়ো যাত্রা নিয়ে আক্রমণ করেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। চব্বিশের লোকসভা নির্বাচনে কংগ্রেস ৪০টি আসন ়পেলে তিনি খুশি হবেন বলে মন্তব্য করেন মমতা। বাংলার মুখ্যমন্ত্রীর বক্তব্যের সেই রেশ ধরেই রাজ্যসভায় আজ হাত শিবিরকে জোরদার আক্রমণ করেন নরেন্দ্র মোদী।