জিএসটি কাঠামোয় পরিবর্তন এনেছে এনডিএ সরকার। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম অনেকটাই কমিয়ে আনা হয়েছে। আগামী ২২ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে লাগু হবে নয়া এই নিয়ম। যদিও জিএসটি কমানোর পরেও কেন্দ্রের কড়া সমালোচনা করে যাচ্ছে রাহুল গান্ধীরা। অন্যদিকে চিরাচরিত স্বভাবে জিএসটি নিয়ে কংগ্রেসের পাল্টা মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। কংগ্রেস জমানায় বাচ্চাদের পণ্য থেকে নিত্যদিনের সামগ্রী সবেতেই থাকত উচ্চমূল্যের জিএসটি। এই নিয়ে এবার হাত শিবিরের তীব্র ভাষায় কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী।
কংগ্রেস জমানার জিএসটি নিয়ে মন্তব্য মোদীর
প্রধানমন্ত্রী মোদী বলেন, “কংগ্রেসের জমানায় কীভাবে আপনাদের মাসের খরচ বেড়েছিল, তা আপনারা নিজেরাই জানেন না। টুথপেস্ট, সাবান, চুলের তেল এসবে ২৭ শতাংশ জিএসটি লাগত। খাবারের প্লেট, বাটি, চামচে ১৮ থেকে ২৮ শতাংশ জিএসটি লাগত। অবস্থা এতটাই খারাপ ছিল যে তৎকালীন কংগ্রেস জমানায় বাচ্চাদের লজেন্সে ২১ শতাংশ জিএসটি ধার্য করা ছিল। সেই সময় সংবাদপত্রেও এই খবর ছাপানো হয়নি। এটা যদি মোদী জমানায় হত তাহলে আমার মাথার চুল টেনে ছিঁড়ে দেওয়া হত”।
দেখুন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্তব্য
#WATCH | Delhi | On #GSTReforms, PM Narendra Modi says, "No one can forget how the Congress government had increased your monthly budget... They used to levy a 21% tax even on toffees for children. If Modi had done this, they would have pulled my hair out."
(Source: DD News) pic.twitter.com/uXItQfxqOW
— ANI (@ANI) September 4, 2025
দাম বেড়েছিল সাইকেল, সেলাই মেশিনের
প্রধানমন্ত্রী আরও বলেন, “সাইকেল মধ্যবিত্ত বা নিম্নবিত্ত পরিবারে যাতায়াতের জন্য গুরুত্বপূর্ণ জিনিস, সেই সাইকেলের ওপর ১৭ শতাংশ জিএসটি ধার্য করেছিল কংগ্রেস সরকার। সেলাই মেশিন যা মহিলাদের স্বভিমান ও আত্মনির্ভরের প্রতিক, তার ওপরে ১৬ শতাংশ জিএসটি ছিল। মধ্যবিত্তদের হাত বেধে দিয়েছিল কংগ্রেস সরকার। আমরা সেটা অনেকটাই কমে এনেছি”।