ফাইল ফটো (Photo Credit: Twitter@ANI)

নয়াদিল্লি: আগামী ১৫ অগাস্ট স্বাধীনতার ৭৬ তম বর্ষপূর্তিতে ৭৭ তম স্বাধীনতা দিবস (Independence Day 2023) পালন হবে ভারতজুড়ে (India)। ওই দিন দেশরক্ষার কাজে শহিদ (Martyred Bravehearts of the country) হওয়া মানুষদের সম্মানে ভারতের বিভিন্ন প্রান্তে 'আমার মাটি আমার দেশ' (Meri Mati Mera Desh) কর্মসূচি (Campaign) শুরুর প্রস্তুতি চলছে বলে রবিবার ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)।

তাঁর মাসিক রেডিও অনুষ্ঠান মন কী বাত (Mann Ki Baat)-এ মোদি বলেন, "সর্বত্র অমৃত মহোৎসব (Amrit Mohatsav) খুব ভালোভাবে পালন হচ্ছে এবার ১৫ অগাস্ট আসছে, খুব বড় একটি কর্মসূচি 'আমার মাটি আমার দেশ' ভারতজুড়ে পালিত হবে।

তিনি আরও জানান, দেশের জন্য যাঁরা আত্মবলিদান দিয়েছেন তাঁদের স্মৃতিতে ভারতের লক্ষাধিক গ্রাম পঞ্চায়েতে বিশেষ প্রতিকৃতি বসানো হবে। পাশাপাশি এই অনুষ্ঠানের সময় অমৃত কলস যাত্রারও (Amrit Kalash Yatra) আয়োজন করা হবে। ভারতের বিভিন্ন প্রান্তে থাকা গ্রামগুলি থেকে সাড়ে সাত হাজার কলসি নিয়ে দিল্লি পর্যন্ত এই যাত্রা পৌঁছবে। এই যাত্রার অংশ নেওয়া মানুষরা দেশের বিভিন্ন প্রান্ত থেকে মাটি (soil) এবং নানা ধরনের গাছও (plants) নিয়ে আসবেন রাজধানীতে। এই সমস্ত জিনিস দিয়ে ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল (National War Memorial) একটি অমৃত বন (Amrit Vatika) তৈরি করা হবে।

মাসিক রেডিও অনুষ্ঠানে গত কয়েক বছরে কেন্দ্রীয় সরকারের হজ নীতির (Haj Policy) পরিবর্তনের ফলে আগের থেকে অনেক বেশি মানুষ পবিত্র এই যাত্রায় অংশ নিচ্ছেন বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। ৪ হাজারের বেশি মহিলা কোনও পুরুষ সঙ্গী (Mehram) ছাড়াও যে হজ যাত্রায় অংশ নিতে পারছেন এই ঘটনাকে বিরাট পরিবর্তন বলে জানান।