প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Photo Credits: ANI)

নতুন দিল্লি, ১১ নভেম্বর: বিজেপি-জেডিইউ জয়ের পর বিহারের জনতাকে ধন্যবাদ জানান ও জয়ের উদযাপন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই মঞ্চতে দাঁড়িয়ে তিনি শুরু করেন, "দেশবাসীর কাছে আমি কৃতজ্ঞ। ভোটে সমর্থনের জন্য তাঁদের ধন্যবাদ। গণতন্ত্রের পরম্পরাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যও ধন্যবাদ। গণতন্ত্রের প্রতি ভারতীয়দের যা আস্থা, বিশ্বে তার নজির নেই। নির্বাচন প্রক্রিয়া ভারতের কাছে গৌরবের। ভোট সুষ্ঠুভাবে করানোর জন্য নিরাপত্তারক্ষী, স্থানীয় প্রশাসনকে ধন্যবাদ," জানিয়ে।

‘লোকসভায় বিজেপির আসন বেড়েছে। বিহারে তিনবার সরকার চালিয়েও, বিজেপির আসন বাড়ছে। গুজরাতে নয়ের দশক থেকে ক্ষমতায় আছে বিজেপি, তাও উপ নির্বাচনে সব আসন আমাদের। সরকারের সুশাসন নিয়ে কথা বললেই বিজেপির কথা মনে আসে। এই জয়ের ফলে সব কা সাথ, সব কা বিকাশ জিতেছে। এই জয়ের ফলে জিতেছে বিহার গৌরব।’

আরও পড়ুন, শিক্ষকদের শূন্য পদে আগামী দু'মাসের মধ্যেই নিয়োগ, হবে টেট পরীক্ষাও, জানালেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি

'গণতন্ত্রে ভরসা নেই অনেকের। গণতান্ত্রিক ব্যবস্থায় এঁটে উঠতে না পেরে দেশের কয়েকটি এলাকায় বিজেপি কর্মীদের খুন করে লক্ষ্যপূরণ করতে চাইছে,' বলে জানান তিনি। তা কি পশ্চিমবঙ্গ সরকারকে লক্ষ্য করেই তা এখনও অজানা। কংগ্রেসকে কটাক্ষ করে মোদি বলেন, ‘দেশকে অনেক বছর ধরে শাসন করা দল পরিবারতন্ত্রের শিকার। আমরা তা করিনি, বিজেপির দলীয় গণতন্ত্র মজবুত। তাই তো প্রধানমন্ত্রী বলতে পারেন, নাড্ডাজি এগিয়ে চলুন, আমরা আছি। দেশের আশীর্বাদ আমাদের সঙ্গে, আমাদের দায়িত্ব তা পালন করা।’