পাটনা, ২৩ অক্টোবর: বিহারে (Bihar) ভোটের দামামা বেজে গিয়েছে। বিহার বিধানসভা নির্বাচনে এবারেও মহাগাঁটবন্ধনের সঙ্গে লড়াই করবে এনডিএ (NDA)। বিহারে (Bihar Assembly Election 2025) বিরোধীদের মুখ্যমন্ত্রীর মুখ হিসেবে এবার লালু-পুত্র তেজস্বীকে আনা হয়েছে। বিরোধী জোটের ঐক্য বোঝাতে একসঙ্গে সাংবাদিক সম্মেলনও করা হয়েছে। এসবের মধ্যেই এবার বিরোধীদের প্রবল কটাক্ষ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi) ।
প্রধানমন্ত্রী বলেন, 'জঙ্গল-রাজ ভোলা যাবে না। ১০০ বছরেও মানুষ জঙ্গল রাজের কথা ভুলতে পারবেন না' বলে বিরোধীদের কটাক্ষ করেন প্রধানমন্ত্রী মোদী। বিরোধীরা যতই মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করুন না কেন, কারও মন থেকে জঙ্গল-রাজের অতীত মুছে ফেলা যাবে বা। বিরোধীদের কুকর্ম কেউ ভুলতে পারবেন না বলে মন্তব্য করেন মোদী।
এসবের পাশাপাশি মহাগাঁটবন্ধন না বলে, বিরোধীদের জোটকে 'লাটবন্ধন' বলে সম্মোধন করা উচিত বলেও রাহুল গান্ধী, তেজস্বী যাদবদের একহাত নেন মোদী। তিনি আরও বলেন, দিল্লি এবং বিহারের যে নেতারা বর্তমানে জামিনে রয়েছেন, তাঁদের নিয়েই এই 'লাটবন্ধন' তৈরি করা হয়েছে বলেও মন্তব্য করেন মোদী।
প্রসঙ্গত রাষ্ট্রীয় জনতা দলের নেতা তথা বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব যখন সে রাজ্যে ক্ষমতায় ছিলেন, সেই সময়কালকে বিরোধীদের তরফে জঙ্গল-রাজ নামে অভিহিত করা হত। আর এবার সেই লালু প্রসাদ যাদবের পুত্র তেজস্বী যাদবকে ফের মহাগাঁটবন্ধনের মুখ্যমন্ত্রী মুখ করতেই জোরদার আক্রমণ করেন মোদী। বিরোধীদের বিরুদ্ধে আক্রমণ শানাতে গিয়ে পূর্ব ইতিহাস টেনে জঙ্গল-রাজ শব্দেরও উল্লেখ করেন নরেন্দ্র মোদী।
'মেরা বুথ সবসে মদবুত' নামে একটি অনলাইন অনুষ্ঠানে হাজির হন প্রধানমন্ত্রী। সেখানে তিনি বলেন, প্রত্যেক বুথের যুবক ভোটাররা হাজির হয়ে, বয়ষ্কদের নিয়ে আসুন। তাঁদের মুখ থেকে সবাইকে শুনতে বলুন, বিহারের জঙ্গল-রাজ সময়ের কথা। এমন বক্তব্যও আজ প্রধানমন্ত্রীর গলা থেকে শোনা যায়।
এসবের পাশাপাশি মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের প্রশংসা করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, জঙ্গল-রাজ থেকে বিহারকে বের করে এনেছেন নীতিশ কুমার। তাই বিহারের মানুষ বর্তমানে নিজেদের সম্মানে বিহারি বলে সম্মোধন করেন।