PM Narendra Modi (Photo Credits: ANI)

দিল্লি, ৩০ মে: দিল্লির (Delhi) রোহিনী এলাকায় নাবালিকাকে নৃশংস খুনের ঘটনায় শিউরে উঠতে শুরু করেছে প্রায় গোটা দেশ। রোহিনীর ব্যস্ত রাস্তায় নাবালিকাকে যেভাবে বার বার ছুরির কোপ দিয়ে খুন করা হয়,  সেই সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে  আসতেই তোলপাড় শুরু হয়েছে। রোহিনীতে যখন ব্যস্ত রাস্তার উপর নাবালিকাকে কোপাচ্ছে সাহিল নামের অভিযুক্ত, সেই সময় কাউকে তার প্রতিবাদ করতে দেখা যায়নি। রোহিনীর এই অমানবিক ঘটনার জেরে শোরগোল শুরু হতেই তা কানে পৌঁছয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PM Narendra Modi)।

 

বিজেপি সাংসদ হংস রাজ হংস নিহত নাবালিকার বাড়িতে পৌঁছন এবং পরিবারের সঙ্গে কথা বলেন। মৃত নাবালিকার পরিবারকে আর্থিক সাহায্যও করেন হংস রাজ হংস। এরপর নিহত নাবালিকার বাড়ি থেকে বেরিয়ে বিজেপি সাংসদ জানান, এই ঘটনার কথা শুনে চোখে জল ধরে রাখতে পারেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যিনি বেটি বাঁচাও বেটি পড়াওয়ের মত অভিযান শুরু করেন, তিনি কীভাবে এই ধরনের ঘটনায় চোখ বন্ধ করে থাকবেন! দিল্লিতে নাবালিকা খুনের ঘটনায় তাই নিজের চোখে জল ধরে রাখতে পারেননি প্রধানমন্ত্রী মোদী। এমনই জাানান হংস রাজ হংস।