সাতসকালে রাজস্থানের দৌসায় ভয়াবহ পথ দুর্ঘটনা (Rajasthan Road Accident)। পুজো দিয়ে ফেরার পথে পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন ১১ জন তীর্থযাত্রীর। আহত কমপক্ষে ১২ জন। এদিন দৌসায় পিকআপ ভ্যানের সঙ্গে সংঘর্ষ হয় মালবোঝাই ট্রাকের। আর ওই ভ্যানেই ছিলেন অসংখ্য পূর্ণার্থী। যাঁদের মধ্যে অধিকাংশই ছিলেন উত্তরপ্রদেশের বাসিন্দা। দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে হাত লাগান। পরে পুলিশ এসে সকলকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। সেখানেই চিকিৎসকরা ১০ জনকে মৃত বলে ঘোষণা করেন। পরে আরও একজনের চিকিৎসা চলাকালীন মৃত্যু হয়।

ক্ষতিপূরণের ঘোষণা প্রধানমন্ত্রী মোদীর

এই দুর্যটনায় শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি এক্সে টুইট করে ক্ষতিপূরণের ঘোষণাও করেছেন। তিনি প্রধানমন্ত্রী জাতীয় ত্রাণ তহবিল থেকে মৃতদের পরিবারের উদ্দেশ্যে ২ লক্ষ টাকা ও আহতদের উদ্দেশ্যে ৫০ হাজার টাকা ক্ষতিপূরণের ঘোষণা করেছেন। অন্যদিকে শোকপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মাও। তিনি জেলা প্রশাসনকে দুর্ঘটনার কারণ খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। সেই সঙ্গে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্য এবং আহতদের চিকিৎসার খরচ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

মৃত্যু শিশু, মহিলাদের

জানা যাচ্ছে, বুধবার ভোরবেলায় রাজস্থানের খাটু শ্যাম মন্দিরে পুজো দিয়ে একদন পূর্ণার্থী পিকআপ ভ্যানে করে ফিরছিলেন। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি লরি মুখোমুখি ধাক্কা মারে ভ্যানে। আর তাতেই মৃত্যু হয় ১১ জনের। যারমধ্যে ৩ জন মহিলা সহ ৭ জন শিশু ছিল। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে স্থানীয়দের সঙ্গে উদ্ধারকাজে হাত লাগায়। হতাহতদের উদ্ধার করে জয়পুর হাসপাতালে পাঠানো হয়।