নতুন দিল্লি, ২৯ মার্চ: যেমনটা আশঙ্কা করা হয়েছিল, তেমনটাই হচ্ছে। পাঁচ রাজ্যের নির্বাচন মিটতেই দেশে জ্বালানী তেলের দাম বেড়েই চলেছে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম বাড়া সত্ত্বেও, ভোটে জনরোষের আশঙ্কায় বেশ কয়েক দিন বাড়ানো হয়নি দাম। এবার ভোটপর্ব মিটতেই প্রায় রোজই লাফিয়ে লাফিয়ে বেড়ে চলেছে পেট্রোল (Petrol)-ডিজেলের (Disel) দাম। গত আটদিনে সাতবার দাম বেড়ে দেশের রাজধানী দিল্লিতে এখন পেট্রোলের লিটার প্রতি দাম একশো টাকা ছাড়িয়ে গেল। এক লিটার পেট্রোল কিনতে হলে দিল্লিতে এখন দিতে হবে ১০০.২১ টাকা। আর দেশের রাজধানী শহরে ডিজেলের দাম লিটার প্রতি ৯১.৪৭ টাকা।
সেখানে কলকাতায় এখন লিটার প্রতি পেট্রোলের দাম ১০৯.৬৮ টাকা, ডিজেলের দর ৯৪.৬২ টাকা। দেশের মেট্রো শহরগুলির মধ্যে পেট্রোলের দর সবচেয়ে বেশি মুম্বইয়ে। বানিজ্যনগরীতে এক লিটার পেট্রোল কিনতে খরচ করতে হচ্ছে ১১৫ টাকা, আর ডিজেল কিনতে ৯৯.২৫ টাকা। দক্ষিণের চেন্নাইতে পেট্রোলের লিটার প্রতি দর ১০৫.৯৪ টাকা, আর ডিজেল ৯৬ টাকা লিটার। আরও পড়ুন: করোনার চতুর্থ ঢেউয়ের আশঙ্কায় কাঁপছে বিশ্ব, চিনে লকডাউন, ফ্রান্সের হাসপাতালগুলিতে উপচে পড়ছে ভিড়
দেখুন টুইট
#Petrol Crosses ₹ 100 A Litre In Delhi With 7th Hike In 8 Days
Read: https://t.co/YKhcpbJC50 pic.twitter.com/c4JRWECrnc
— NDTV (@ndtv) March 29, 2022
মঙ্গলবার সকালে লিটার প্রতি পেট্রোল ৮০ পয়সা করে বেড়ে গেল। একই সঙ্গে এক লিটার ডিজেলের দাম বাড়ে আরও ৭০ পয়সা।