জলে ঝাঁপ দিলেই মিলছে টাকা। ২০০ টাকা, ৫০০ টাকার নোট। রাজস্থানের আজমেরে রামপ্রসাদ ঘাটে জলের মধ্যে মিলল ব্যাগের খোঁজ। যে ব্যাগে রয়েছে নগদ ২০০ টাকা ও ৫০০ টাকার প্রচুর নোট। খোঁজ মিলতেই বহু মানুষ জলে ঝাঁপ দিয়ে সেই সব নোট তুলে নিতে থাকেন। কোথা থেকে এল এই টাকার ব্যাগ। কে বা কারা এই ব্যাগ কী কারণে টাকা ভর্তিটা জলে ফেলল। তা নিয়ে শুরু হয়েছে তদন্ত।