রাহুল গান্ধী, ছবি এএনআই

দিল্লি, ২৩ জুলাই: পেগাসাস (Pegasus) স্পাইওয়্যার নিয়ে সুর চড়ালেন রাহুল গান্ধী (Rahul Gandhi)। সংসদে যখন বাদল অধিবেশন চলছে, সেই সময় পেগাসাস নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগতে শুরু করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী।

রাহুল বলেন, 'আমার ফোনে আড়ি পাতা হয়েছে। এতে যে শুধু রাহুল গান্ধীর ব্যক্তিগত জিনিষ ফাঁস হচ্ছে, তা নয়। আমি বিরোধী নেতা। সাধারণ মানুষের কণ্ঠ। পেগাসাসের মাধ্যমে ফোনে আড়ি পাতার অর্থ, সাধারণ মানুষের কণ্ঠরোধ।'

এরপরই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে সুর চড়ান কংগ্রেসের (Congress) ওয়েনাড়ের সাংসদ। তিনি বলেন, পেগাসাসের পর  কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ইস্তফা দেওয়া উচিত। শুধু তাই নয়, বিষয়টি নিয়ে নরেন্দ্র মোদীর (Narendra Modi) বিরুদ্ধে শীর্ষ আদালত তদন্ত করুক বলেও দাবি করেন রাহুল গান্ধী।

আরও পড়ুন: Santanu Sen: কেন্দ্রীয় মন্ত্রীর হাত থেকে কাগজ ছিনিয়ে নেওয়ার অভিযোগ, রাজ্যসভা থেকে 'বরখাস্ত' তৃণমূলের শান্তনু সেন

সম্প্রতি পেগাসাস নিয়ে দেশের একের পর এক বিরোধী নেতাকে সুর চড়াতে দেখা যায়। যার মধ্যে অন্যতম তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্য়োপাধ্য়ায়। তিনি বলেন, পেগাসাস নিয়ে সব বিরোধীদের ,ফোনে আড়ি পাতা হচ্ছে। পেগাসাসের ভয়ে তিনি নিজের ফোনের ক্যামেরা বন্ধ করে দিয়েছেন বাধ্য হয়ে। বিরোধীদের কণ্ঠরোধ করতেই এই ধরনের হানাদারি চালানো হচ্ছে বলেও তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee)।