পাটনা, ২৫ জানুয়ারি: পাঠান (Pathaan) নিয়ে বিতর্ক যেন থামছেই না। পাঠান নিয়ে যখন বিতর্ক তুঙ্গে, সেই সময় বিহারের (Bihar) ভাগলপুরে শুরু হল একটানা বিক্ষোভ। যেখানে পাঠানের পোস্টার ছিঁড়ে, জ্বালিয়ে শাহরুখ খানদের (Shah Rukh Khan) বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়। ভাগলপুরে একটি সিনেমাহলের বাইরে বেশ কিছু বিক্ষোভকারী হাজির হয়ে পাঠানের পোস্টার ছিঁড়তে শুরু করেন। আর সেখানেই ছবির বিরুদ্ধে স্লোগানবাজি শুরু হয়। সংবাদ সংস্থা এএনআইএর তরফে ওই ভিডিয়ো পোস্ট করা হলে, তা নিয়ে ফের শোরগোল শুরু হয়ে যায়। এমনকী ভাগলপুরে যে সিনেমাহলের বাইরে পাঠানের বাইরে বিক্ষোভ শুরু হয়, সেখানে 'ফিল্ম চলেগা, হল জ্বলেগা' বলে বিক্ষোভ দেখানো হয়। দেখুন সেই ভিডিয়ো...
#WATCH | Bihar: A poster of the film 'Pathaan' was torn and burnt outside a cinema hall in Bhagalpur (24.01) pic.twitter.com/aIgUdxOl6a
— ANI (@ANI) January 24, 2023
পাঠানের প্রথম গান বেশরম রং মুক্তির পর থেকেই বিক্ষোভ শুরু হয়। দীপিকা পাড়ুকোন কেন গেরুয়া রংয়ের বিকিনি পরেছেন, তা নিয়ে চূড়ান্ত বিক্ষোভ শুরু হলে, তা নিয়ে তোলপাড় শুরু হয়। যদিও পাঠান নিয়ে যাতে কেউ অযথা মন্তব্য না করেন, সে বিষয়ে কড়া নির্দেশ দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।