নয়াদিল্লি: দিল্লি-মুম্বই (Delhi-Mumbai) রাজধানী এক্সপ্রেসে (Rajdhani Express Shocker) সফরের সময় ছোট্ট শিশুর (Child) জন্য ওমলেটের (Omelette) অর্ডার দিয়েছিল একটি পরিবার। ওমলেট আসার পরেই সেটি খুলতে দেখা গেল একটি আরশোলার (Cockroach) দেহাংশ রয়েছে তাতে। পরে ওই পরিবারের সদস্য যোগেশ মোরে এই ওমলেটের ছবি তাঁর টুইটার অ্যাকাউন্ট থেকে পোস্ট করতেই সমালোচনার ঝড় বয়ে গেছে নেটদুনিয়ায়। আরও পড়ুন: Jaipur Shocker: দিল্লির ছায়া! জয়পুরে পিসি-র দেহাংশ ১০ টুকরো করে জঙ্গলে ফেলল যুবক
টুইটারে করা ওই পোস্টে যোগেশ উল্লেখ করেছেন, শুক্রবার অর্থাৎ ১৬ ডিসেম্বর সকালে তিনি দিল্লি থেকে রাজধানী এক্সপ্রেসে করে মুম্বই যাচ্ছিলেন পরিবারকে নিয়ে। ব্রেকফাস্ট দেওয়ার পর তাঁদের আড়াই বছরের মেয়ের জন্য অতিরিক্ত একটি ওমলেটের অর্ডার দেন যোগেশ। আর সেটি দেওয়ার পরে খুলতেই দেখা যায় ওমলেটের মধ্যে আরশোলার দেহাংশ রয়েছে। টুইটার এর জন্য কে দায়ী তা জানতে চেয়ে প্রধানমন্ত্রীর দফতর (PMO), রেলমন্ত্রী পীযূষ গোয়েল (Piyush Goyal) ও ভারতীয় রেলওয়ে মন্ত্রককে (Rail Ministy Of India) ট্যাগ করেছেন যোগেশ। যার উত্তরে ক্ষমা চেয়ে কম্পিউটার জেনারেটেড উত্তর এসেছে রেলওয়ের তরফে। কিন্তু, বিষয়টি মেনে নিতে পারেননি নেটিজেনরা। শনিবার টুইটারে ভারতীয় রেলওয়ের (Indian Railways) সমালোচনায় (Slammed) মুখর হয়েছেন তাঁরা।
16dec2022,We travel from Delhi by (22222). In morning, we ordered extra omlate for baby. See attach photo of what we found! a cockroach? My daughter 2.5 years old if something happened so who will take the responsibilities @PMOIndia @PiyushGoyal @PiyushGoyalOffc @RailMinIndia pic.twitter.com/X6Ac6gNAEi
— Yogesh More - designer (@the_yogeshmore) December 17, 2022
Inconvenience regretted. Sir, kindly share PNR no and mobile no in Direct Message (DM)
-IRCTC Official https://t.co/utEzIqAAkm
— RailwaySeva (@RailwaySeva) December 17, 2022
Tumhaarey kitchen ki haalat dekhi hai kabhi ekdum 3rd class khaana serve kartey ho humesha. Jab chai hi itnaa gatiya rehtaa hai toh baaki chizen toh chodh hi doh.
— JHA VISHAL MANOJ (@vishaljha006) December 17, 2022