মধ্যপ্রদেশের গোয়ালিয়রে (Gwalior) বিগত কয়েকদিন ধরে একনাগাড়ে বৃষ্টি হয়ে যাচ্ছে। আর সেই কারণে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা। বাড়ির একাংশ ভেঙে ধ্বংসস্তুপের চাপা পড়ে মৃত্যু হল দুই যুবক যুবতীর। গত মঙ্গলবার বিকেলে ঘটনাটি ঘটেছে জনকগঞ্জ থানার শিন্দে কি চাওয়ানির গেন্দে ওয়ালি রোড এলাকায়। মৃতরা সম্পর্কে ভাই বোন। ঘটনার পর তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা তাঁদের মৃত বলে ঘোষণা করেন। ঘটনার সময় বাড়িতে আর কেউ ছিল না বলেই জানা যাচ্ছে।
উদ্ধারকারী দলের সাহায্যে উদ্ধার করা হয়
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, গতকাল বিকেল সাড়ে ৫টা নাগাদ রিতেশ এবং চাচাতো বোন রাধা দুজনে বাড়ির ব্যালকনিতে দাঁঢ়িয়ে চা পান করছিলেন। এমন সময় হুড়মুড়িয়ে ভেঙে পড়ে বাড়ির একাংশ। বিশেষ করে বারান্দার দিকের অনেকটাই ভেঙে পড়ে। আর তাতেই চাপা পড়ে দুজনে। ঘটনার পর তড়িঘ়ড়ি পুলিশে খবর দেওয়া হয়। ঘটনাস্থলে উদ্ধারকারী দল এসে শুরু করে উদ্ধারকাজ।
ঘটনার তদন্ত চলছে
অবশেষে ঘন্টাখানেকের চেষ্টায় দুজনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসকরা দুজনকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর শোকস্তব্ধ দুই পরিবারের সদস্যরা। যদিও বাড়়িটি কীভাবে ভেঙে পড়ল, তা খকিয়ে দেখা হচ্ছে।