PM Modi prediction against No MotionPhoto Credit: Twitter@DDNewslive

দিল্লি, ১০ অগাস্ট: বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবে যে বিতর্ক শুরু হয়েছে সংসদে,  বৃহস্পতিবার তার জবাব দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মণিপুর নিয়ে বিরোধীদের আনা অনাস্থা প্রস্তাবে সংসদে আলোচনা শুরু হয় মঙ্গলবার। ওইদিন কংগ্রেস সাংসদ গৌরব গগৈ প্রথম বক্তব্য রাখেন। মঙ্গলবার রাহুল গান্ধীকে সংসদে বলতে শোনা না গেলেও, বুধবার বক্তব্য রাখেন কংগ্রেস সাংসদ। যেখানে মণিপুর নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তাঁর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে তীব্র কটাক্ষ করেন রাহুল। মণিপুরে কেন্দ্রীয় সরকার ভারতকে হত্যা করেছে বলে আক্রমণ করেন রাহুল। শুধু তাই নয়, মণিপুরে প্রধানমন্ত্রী মোদী এখনও কেন গেলেন না, তা নিয়েও প্রশ্ন তোলেন কংগ্রেসের ওয়েনাড়ের সাংসদ। যা নিয়ে বুধবার কার্যত উত্তাল হয়ে ওঠে লোকসভা।

অন্যদিকে রাহুল গান্ধী কীভাবে  সংসদে দাঁড়িয়ে ভারত মাতার হত্যার কথা বলেন, তা নিয়ে পালটা  আক্রমণ করেন বিজেপির স্মৃতি ইরানি।