জম্মু, ২৭ অগাস্ট: শনিবার ভোররাতে বর্ডার সিকিউরিটি ফোর্স (BSF) ভারত-পাকিস্তান আন্তর্জাতিক সীমান্ত (India-Pakistan International Border) থেকে একজন পাকিস্তানি অনুপ্রবেশকারীকে (Pakistani Intruder) গ্রেফতার করেছে। ধৃতের নাম মহম্মদ শাবাদ (৪৫)। সে পাক অধিকৃত কাশ্মীরের শিয়ালকোটের (Sialkot) বাসিন্দা। সীমান্তের ওপার থেকে জম্মুর আর্নিয়া সেক্টরে (Arnia Sector) ঢোকার চেষ্টা করছিল সে, গতিবিধি নজরে আসতেই ওই জায়গায় গিয়ে তাকে পাকড়াও করা হয়। শাবাদকে গ্রেফতারের আগে ওই জায়গায় শূন্যে কয়েক রাউন্ট গুলি ছোড়েন বিএসএফ জওয়ানরা। জানা গিয়েছে, শাবাদের কাছ থেকে কোনও অপরাধমূলক সরঞ্জাম পাওয়া যায়নি।
২৫ অগাস্ট সীমন্তে বডসড় জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করে বিএসএফ। উরি সেক্টর দিয়ে তিন পাকিস্তানি জঙ্গি (Pakistani Terrorist) অনুপ্রবেশ করার চেষ্টা করে। সেই চেষ্টা রুখে দেয় সেনা বাহিনী। নির্দিষ্ট গোয়েন্দা তথ্য পাওয়ার পর ইলেকট্রনিক নজরদারি গ্যাজেট দ্বারা জঙ্গিদের শনাক্ত করা হয়। এরপর গুলি করে নিকেশ করা হয়। ঘটনাস্থল থেকে রাইফলে, চিনা ম্যাগাজিন-সহ একাধিক অস্ত্র উদ্ধার করা হয়। অনুপ্রবেশ করার চেষ্টা করা জঙ্গিদের একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে সেনা। তাতে ৩ জঙ্গির গতিবিধি ধরা পড়েছে। আরও পড়ুন: Jammu And Kashmir: উরি দিয়ে অনুপ্রবেশের চেষ্টা, ৩ পাকিস্তানি জঙ্গিকে নিকেশ করল সেনা; দেখুন ভিডিও
J&K | On the intervening night of 26-27 August, one Pakistani national was apprehended by BSF on the International Border in Arnia Sector of RS Pura. More details awaited: BSF
— ANI (@ANI) August 27, 2022
এছাড়াও সাম্বা জেলায় সীমন্ত বরাবর এক পাকিস্তানি অনুপ্রবেশকারীর কাছ থেকে আট কেজি সন্দেহভাজন হেরোইন আটক করা হয়। অনুপ্রবেশকারীকে গুলি করলে সে আহত হয়। যদিও আহত সে হামাগুড়ি দিয়ে পাকিস্তানের দিকে ফিরে যেতে সক্ষম হয়।