Photo: IANS (Representational image)

শ্রীনগর, ২৩ জুলাই: জম্মু ও কাশ্মীরে (Jammu And Kashmir) পাকিস্তানি ড্রোন (Pakistani Drone) লক্ষ্য করে গুলি বর্ডার সিকিউরিটি ফোর্সের (BSF)। জম্মু জেলার কানাচক সেক্টরের (Kanachak Sector) ঘটনা। শনিবার বিএসএফ জানিয়েছে, "গতকাল রাত প্রায় ৯:৪০ মিনিটে বিএসএফ জওয়ানরা কানাচক এলাকায় পাকিস্তানের দিক থেকে একটি জ্বল জ্বলে আলো দেখতে পায়। সতর্ক বিএসএফ জওয়ানরা সেটি লক্ষ্য করে গুলি চালায়। এলাকায় তল্লাশি চলছে। জম্মুর আন্তর্জাতিক সীমান্তের কাছে পাকিস্তান থেকে ড্রোনের মাধ্যমে অস্ত্র ফেলার একাধিক ঘটনা ঘটেছে আগেও। বেশ কয়েকটি ড্রোন গুলি করে ধ্বংসও করেছে সীমান্তে মোতায়েন সেনারা।

দিন পাঁচেক আগে সাম্বা জেলায় মাঙ্গু চক গ্রামে ভারত-পাকিস্তান সীমান্ত এলাকায় একটি ড্রোনটি দেখতে পাওয়া যায়। প্রায় ১৫ মিনিট ধরে চক্কর কাটে ড্রোনটি। তার পর তা পাকিস্তানের দিকে চলে যায়।

ওই দিন রাতেই পঞ্জাবের গুরদাসপুর এলাকায় ঢুকেছিল একটি ড্রোন। বিএসএফ গুলি করলে পাকিস্তানের দিকে চলে যায় ড্রোনটি।