মাঝ রাস্তা থেকে উধাও অক্সিজেন সিলিন্ডার

চন্ডীগড়, ২৩ এপ্রিল : কোভিডের (COVID 19) দ্বিতীয় ঢেউয়ের জেরে গোটা দেশে জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। করোনা আতঙ্কের মাঝে যখন হাসপাতালে (Hospital) অক্সিজেন সরবারহ, আইসিইউ (ICU) বেডের অপ্রতুলতা নিয়ে লডা়ই চলছে সর্বস্তরে, সেই সময় মাঝ রাস্তা থেকে উধাও হয়ে গেল অক্সিজেনের আস্ত একটি ট্যাঙ্কার।

হরিয়ানার পানিপথ থেকে সিরসার দিকে যাচ্ছিল অক্সিজেন ট্যাঙ্কারটি। আচমকাই সেটি মাঝ রাস্তা থেকেও উধাও হয়ে যায় বলে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে। শুক্রবার সকালে অভিযোগ দায়েরের পর পুলিশ (Police) ঘটনার তদন্ত শুরু করেছে। কে বা কারা অক্সিজেন  (Oxygen) ট্যাঙ্কার নিয়ে উধাও হয়ে যায়, তা নিয়ে চলছে তদন্ত।

আরও পড়ুন : Rahul Gandhi : অক্সিজেনের অভাবে কোভিড রোগীর মৃত্যু, কেন্দ্রকে দুষে সরব রাহুল

প্রসঙ্গত চলতি সপ্তাহেই মধ্যপ্রদেশের (MP) দামোহ জেলা হাসপাতাল থেকে অক্সিজেন সিলিন্ডার নিয়ে চম্পট দেওয়ার ছবি উঠে আসে। হাপাতালে ট্রাক এসে দাঁড়ালে, সেখান থেকে অক্সিজেন সিলিন্ডার নিয়ে চম্পট দেয় একদল। যে ছবি প্রকাশ্যে উঠে আসতেই শোরগোল শুরু হয়ে যায়।