দেশবিদেশের রেস্তোরাঁয় রেটিং দিতে হবে, তার বদলে মিলবে টাকা। আর এই টাকা দেওয়ার নামে কর্মীদের ব্যাঙ্কের তখ্য নিয়ে আর্থিক জালিয়াতি করত এক চক্র। সম্প্রতি এমন অভিযোগ পেতেই তদন্ত শুরু করে মুম্বই পুলিশ (Mumbai Police)। আর তাতেই মেলে সাফল্য। গোয়ার একটি রেস্তোরাঁ থেকে গ্রেফতার মূল অভিযুক্ত। যার বয়স মাত্র ২৩ বছর। তাঁর থেকে উদ্ধার একটি ফোন ও ২টি সিম। এই চক্রের বাকি সদস্যদের খোঁজে তদন্ত শুরু করেছে মুম্বই পুলিশের তদন্তকারী দল।
টেলিগ্রামে চলছিল এই প্রতারণা চক্র
ধৃত যুবকের নাম আমন পারমার। মহারাষ্ট্রের ওশিওয়ারা থানা এলাকার যোগেশ্বরীর বাসিন্দা। জানা যাচ্ছে, টেলিগ্রাম অ্যাপের মাধ্যমে ভুয়ো চাকরি দেওয় ফাঁদ পেতেছিল সে। সোশাল মিডিয়ার মাধ্যমে বিভিন্ন যুবক যুবতীদের কাজের প্রতিশ্রুতি দিয়েছিল। প্রথমে বিভিন্ন রেস্তোরাঁতে রেটিং দেওয়ার নামে অল্প কিছু টাকা দিত। এইভাবে ব্যাঙ্ক ডিটেলস পেয়ে যেত এই চক্র। তারপর তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট হ্যাক করে সর্বস্ব লুট করত অভিযুক্তরা।
গ্রেফতার অভিযুক্ত
এভাবে প্রায় ৬.০৯ লক্ষ টাকা হাতিয়েছে আমন। এই ঘটনায় একাধিক অভিযোগ পুলিশের কাছে জমা হচ্ছিল। অবশেষে এই ঘটনার তদন্তে নেমে গোয়াক কালাঙ্গুটে এলাকার একটি রেস্তোরাঁ থেকে তাঁকে গ্রেফতার করা হয়েছে। তাঁর থেকে উদ্ধার হয়েছে লক্ষাধিক টাকা।