কলকাতা, ২৯ অগাস্ট: আচমকাই উজ্জ্বলা যোজনায় এলপিজি সিলিন্ডারের দাম ( LPG Cylinder Price Cut) ২০০ টাকা কমাল কেন্দ্রীয় সরকার। দেশের ৩৩ কোটি এলপিজি ব্যবহারকারীর জন্যে দাম ২০০ টাকা কমিয়ে দিল কেন্দ্র। যা নিয়ে সবার আগে কটাক্ষ টুইট করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। টুইটে মমতা লিখলেন, " এখন পর্যন্ত আমরা গত মাসে (INDIA বিরোধী জোট) শুধু দুটো বৈঠক করেছি আর তাতেই আজকে গ্যাসের দাম কমে গেল। এটাই হল INDIA-র দম।"
বিরোধীদের ২৬টি দলের ইন্ডিয়া জোটে চাপে পড়েই গ্যাসের দাম কমিয়ে দিল মোদী সরকার। এমন কথাই এক্স (টুইটার) প্ল্যাটফর্মে লিখলেন মমতা। আরও পড়ুন-গ্য়াসের দাম ২০০ টাকা কমিয়ে হাতে রাখির গিফট, মনে ভোটের চিন্তা মোদীর?
দেখুন মমতার টুইট
Till now, only TWO meetings have been held in the past TWO months by the INDIA alliance and today, we see that LPG prices have gone down by Rs. 200.
ये है #INDIA का दम!
— Mamata Banerjee (@MamataOfficial) August 29, 2023
দেখুন টুইট
BJP President JP Nadda tweets on LPG price cut
"Now Ujjwala beneficiaries will get a subsidy of Rs 400 per cylinder and all other consumers will get a rebate of Rs 200 per cylinder" pic.twitter.com/sCB5XNGQKI
— ANI (@ANI) August 29, 2023
টুইটের শেষে হিন্দিতে ইন্ডিয়াকে দম বলে এক ঢিলে দুই পাখি মারলেন দিদি। একদিকে বোঝানো হল দেশবাসীর চাপে আবার অন্যদিকে বলা হল বিরোধী জোট INDIA-র চাপে