শ্রীনগর: আসন্ন গুজরাট (Gujarat) ও হিমাচল প্রদেশের (Himachal Pradesh) বিধানসভা নির্বাচনে (Assembly elections) বিজেপিকে (BJP) টক্কর দিতে পারবে একমাত্র কংগ্রেস (Congress)। রবিবার জম্মু ও কাশ্মীরের শ্রীনগরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই দাবিই করলেন কংগ্রেসের প্রাক্তন নেতা ও সাংসদ গুলাম নবি আজাদ (Ghulam Nabi Azad)। অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টিকে (Aam Aadmi Party) শুধুমাত্র তিনি দিল্লির দল বলেই মনে করছেন বলে জানান।
দীর্ঘদিনের সম্পর্ক ভেঙে কয়েকমাস আগে পুরনো দল ছেড়ে এলেও কংগ্রেসের ধর্মনিরপেক্ষতার (Secularism) আদর্শের তিনি বিরোধী নয় বলেই উল্লেখ করে রবিবার। শুধুমাত্র দলের পরিকাঠামো দুর্বল হয়ে পড়েছে বলেই মত প্রাক্তন এই কংগ্রেস সাংসদের।
রবিবার এপ্রসঙ্গে তিনি বলেন, "আমি কংগ্রেস থেকে আলাদা হলেও তাদের ধর্মনিরপেক্ষ নীতির বিরোধী নই। শুধুমাত্র দলের পরিকাঠামো ক্রমশ দুর্বল হয়ে পড়ছিল বলেই ছাড়তে বাধ্য হয়েছি। আমি এখনও চাই কংগ্রেস গুজরাট ও হিমাচল প্রদেশের বিধানসভা নির্বাচনে ভালো ফল করুক। কারণ আম আদমি পার্টি ততটা যোগ্য নয়।"
অরবিন্দ কেজরিওয়ালের দলকে কটাক্ষ করে গুলাম নবি আজাদ বলেন, "আপ হল শুধুমাত্র কেন্দ্রশাসিত দিল্লির একটি রাজনৈতিক দল। তারা পাঞ্জাবই ভালো করে চালাতে পারছে না। তাই আমার মনে হয় গুজরাট ও হিমাচল প্রদেশে কংগ্রেসই একমাত্র বিজেপি চ্যালেঞ্জ জানাতে পারবে।"
J&K | Although I have separated from Congress, I wasn't against their policy of secularism. It was only due to the party's system getting weakened. I would still want that Congress performs well in Gujarat & HP Assembly polls. AAP isn't capable to do so: Ghulam Nabi Azad pic.twitter.com/yjzRNIffwt
— ANI (@ANI) November 6, 2022
J&K | AAP is merely a party of UT Delhi. They can't run Punjab efficiently, only Congress can challenge BJP in Gujarat & Himachal Pradesh as they have an inclusive policy: Ghulam Nabi Azad pic.twitter.com/XOMYaFBjIu
— ANI (@ANI) November 6, 2022