কালামাসেরি: কেরলের (Kerala) কালামাসেরি (Kalamassery) এলাকার জামরা ইন্টারন্যাশনাল কনভেনশন ও এগজিবিশন সেন্টারে (Zamra International Convention & Exhibition Centre) জোড়া বিস্ফোরণের (blast) ঘটনায় রবিবার আত্মসমর্পণ করল এক ব্যক্তি। ত্রিশুর গ্রামীণের (Thrissur Rural) কোডাকরা পুলিশ স্টেশনে (Kodakra Police Station) আত্মসমর্পণ (surrender) করা ডোমিনিক মার্টিন (Dominic Martin) নামে ওই ব্যক্তি দাবি (claim) করেছে যে সেই এই ঘটনা ঘটিয়েছে।
এপ্রসঙ্গে কেরলের এডিজিপি (আইন ও শৃঙ্খলা) (Kerala ADGP (law and order)) অজিত কুমার বলেন, "ত্রিশুর রুরালের (Thrissur Rural) কোডাকরা পুলিশ স্টেশনে এসে এক ব্যক্তি আত্মসমর্পণ করেছে। ডোমিনিক মার্টিন নামে ওই ব্যক্তি দাবি করেছে সেই এই বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে। পাশাপাশি সে একথাও জানিয়েছে যে সেই ওখানে প্রার্থনা করা একই দলের সদস্য। আমরা বিষয়টি পরীক্ষা (verifying) করে দেখছি। এর পাশাপাশি অন্যান্য সমস্ত দিকও খতিয়ে দেখা হচ্ছে। বিস্ফোরণ (blast) হলের একদম মধ্যিখানে হয়েছে।"
দেখুন ভিডিয়ো:
#WATCH | On the blast at Zamra International Convention & Exhibition Centre, Kalamassery, Kerala ADGP (law and order) MR Ajith Kumar, says "One person has surrendered in Kodakra Police Station, in Thrissur Rural, claiming that he has done it. His name is Dominic Martin and he… pic.twitter.com/q59H7TaQC7
— ANI (@ANI) October 29, 2023
এর পাশাপাশি তিনি আরও বলেন, "বিস্ফোরণের (explosion) এই ঘটনায় একজনের মৃত্যু হয়েছে ও ৪৫ জনের মতো জখম (injured) হয়েছে। আরও পাঁচজনের অবস্থা খুব আশঙ্কাজনক (serious)। যিনি মারা গেছেন তিনি একজন মহিলা বলে সন্দেহ (suspect) করা করা হচ্ছে। পুড়ে যাওয়ার কারণে মৃত্যু হয়েছে তাঁর। জখমরাও পুড়ে গেছেন (burn injuries)। কেন্দ্রীয় সংস্থা (central agencies)-সহ সংশ্লিষ্ট সমস্ত সংস্থা তদন্ত করতে শুরু করেছে এবং আমরাও বিষয়টি খতিয়ে দেখছি।" আরও পড়ুন: Alert In Uttar Pradesh: কেরলে ধারাবাহিক বিস্ফোরণের জের, সতর্কতা জারি যোগীরাজ্যে
দেখুন ভিডিয়ো:
#WATCH | On the blast at Zamra International Convention & Exhibition Centre, Kalamassery, Kerala ADGP (law and order) MR Ajith Kumar, says "There was an explosion in the function in which around 45 people were injured one person has died. The condition of another 5 persons is… pic.twitter.com/B2lODSkvG4
— ANI (@ANI) October 29, 2023