
ফের দিল্লির রাজ্যে চলল গুলি। বৃহস্পতিবার দুপুর একটা নাগাদ ছত্রপুর এলাকার সিডিআর চকে (CDR Chowk) এক দুষ্কৃতি আচমকাই হামলা চালায় এক ব্যক্তির ওপর। গুলিতে আহত হয়েছেন ওই ব্যক্তি। তাঁকে তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপাতত তাঁর অবস্থা আশঙ্কাজনক। অন্যদিকে ঘটনার পর পলাতক হামলাকারী। ঘটনাস্থলে পুলিশ এসে তদন্ত শুরু করেছে। সেই সঙ্গে আততায়ী ব্যক্তির খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান। যদিও হামলাকারী বা আহত ব্যক্তির নাম পরিচয় কিছুই প্রকাশ্যে আনেনি পুলিশ। তবে দুজনেই একে অপরের পূর্ব পরিচিত ছিলেন বলে খবর।
গাড়ির ওপর হামলা চালায় অভিযুক্ত
জানা যাচ্ছে, মেহেরাউলি থানা এলাকায় একটি স্করপিও গাড়িতে করে যাচ্ছিলেন আহত ব্যক্তি। গাড়িটি যখন সিগনালে এসে দাঁড়ায় তখনই পাশ থেকে এক ব্যক্তি ছুঁটে এসে গাড়ির ওপর গুলি চালায়। আর তাতেই আহত হয় গাড়ির মধ্যে থাকা ব্যক্তিটি। এদি্কে ঘটনার পর অভিযুক্ত ঘটনাস্থল ছেড়ে পালিয়ে যায়।
দেখুন ভিডিয়ো
#WATCH | One person injured in a firing incident at CDR Chowk in Delhi's Chhatarpur area
According to Delhi Police, the case is related to personal enmity.
Additional DCP (South) Achin Garg says, "Today, around 1 pm, we got information about a firing incident at CDR Chowk. One… pic.twitter.com/spP0hlOWN8
— ANI (@ANI) May 15, 2025
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ
ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে যে দুজনেই একই গ্রামের বাসিন্দা এবং পূর্বপরিচিত ছিলেন। ফলে ব্যক্তিগত শত্রুতার কারণেই এই হামলা করা হয়েছে। ইতিমধ্যেই অভিযুক্তকে শনাক্ত করে তল্লাশি অভিযান শুরু করে দিয়েছে পুলিশ।