নতুন দিল্লি, ১৪ জানুয়ারি: করোনা ভয়াবহতার স্থায়িত্ব দিনে দিনে মানুষকে নিঃস্ব করে তুলছে। হু হু করে বাড়ছে ওমিক্রন। ভারতে দৈনিক সংক্রমণ প্রায় ২ লাখ। এই যখন পরিস্থিতি তখন কোভিডের মতো মারণ রোগের চিকিৎসা করাতে গিয়ে ধনে প্রাণে মরছে মানুষ। এমতাবস্থায় চিকিৎসার খরচে সহায়ক হতে নয়া সার্কুলেশন প্রকাশ করল এমপ্লয়মেন্ট প্রফিডেন্ট ফান্ড। কোভিডের মতো মারণ রোগের চিকিৎসার জন্য গ্রাহকরা ১ লাখ টাকা পর্যন্ত EPF থেকে তুলতে। মেডিক্যাল এমার্জেন্সি গ্রাউন্ডে এই টাকা অনুমোদন পাবে। সাধারণত সরকারি হাসপাতালে চিকিৎসা হলে সুবিধা হয়। আরও পড়ুন- Makar Sangkranti 2022: আজ পৌষ সংক্রান্তি, উত্তর কাশীর ভাগিরথীতে চলছে দেবতা স্নান পর্ব(দেখুন ছবি)
তবে বেসরকারি হাসপাতালে যদি চিকিৎসা চলে তাহলে রোগীর পরিজনরা EPF -এ আবেদন করে এই এক লাখ টাকার বন্দোবস্ত করাতে পারেন। তাহলে সোজাসুজি হাসপাতালের অ্যাকাউন্টেই দমা হয়ে যাবে ওই এক লক্ষ টাকা। সেখান থেকেই যাবতীয় খরচ খরচা হবে। যদি এক লাখের অধিক টাকার প্রয়োজন হয়, তবে সেই মতো আবেদন করা যাবে। রোগী সুস্থ হয়ে ওঠার ৪৫ দিনের মধ্যে হাসপাতালের বিল EPF-এ সাবমিট করতে হবে।
পরে মেডিকাল এমার্জোন্সিতে খরচ হওয়া টাকার অঙ্ক অ্যাডজাস্ট করে নেওয়া হবে। এমনটাই প্রকাশিত হয়েছে EPF- এর বিজ্ঞপ্তিতে।