দিল্লি, ৪ জুন: লোকসভা নির্বাচনের (Loksabha Election) ভোট গণনা শুরু হবে সকাল ৮টা থেকে। গোটা দেশ যখন লোকসভা নির্বাচনের ফলের দিকে তাকিয়ে, সেই সময় ওড়িশায় (Odisha) হতে চলেছে এবার 'ডাবল ধামাকা'। ৪ জুন সকাল থেকে ওড়িশা বিধানসভারও ভোট গণনা পর্ব শুরু হবে। ১৪৭টি আসনে বিজেডি ম্যাজিক ফিগার অর্থাৎ ৭৪টি আসন পার করে, না বিজেপি এই দৌঁড়ে এগিয়ে যায়, তা নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। নবীন পট্টনায়েকের বিজেডির সমসাময়িক আসন পাবে বিজেপি, এমন ইঙ্গিত দেওয়া হয়েছে বুথ ফেরৎ সমীক্ষায়। ফলে বিজেপি এবং বিজেডির টক্কর কতটা হয়, তা নিয়ে পশ্চিমবঙ্গের পড়শি রাজ্যেও শুরু হয়েছে জোরদার আলোচনা।
সবকিছু মিলিয়ে লোকসভা নির্বাচনের পাশাপাশি এবার ওড়িশার বিধানসভার দিকে তাকিয়ে রয়েছে প্রত্যেকটি রাজনৈতিক দল। প্রসঙ্গত এবার নরেন্দ্র মোদী এবং অমিত শাহ দুজনই ওড়িশায় বিধানসভা নির্বাচনের প্রচারে গিয়ে দাবি করেন, ৪ জুনই পট্টনায়েক সরকারের শেষদিন। দেখা যাক, গণনা শুরু হলে ট্রেন্ড কোন দিকে যেতে শুরু করে।