Representational Image (Photo Credits: Pixabay)

নয়াদিল্লিঃ মোবাইলে (Mobile) মগ্ন নার্স (Nurse)। হাত থেকে টেপ বদলাতে গিয়ে নবজাতকের হাতই কেটে দিলেন তিনি। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে তামিলনাড়ুর (Tamil Nadu) অত্যন্ত নাম করা সরকারি মেডিক্যাল কলেজ হাসপাতালে। ওই হাসপাতালের এক সিনিয়র নার্সের বিরুদ্ধে এই অভিযোগ উঠেছে। জানা গিয়েছে, গত ২৪ মে ওই হাসপাতালেই পুত্র সন্তানের জন্ম দেন মুল্লিপালায়মের বাসিন্দা নিবেদিতা। তাঁর স্বামীর নাম বিমলরাজ। জন্মের পর শিশুটিকে গ্লুকোজ সরবরাহ করা হচ্ছিল।

হাসপাতালে ধুন্ধুমার, নবজাতকের আঙুল কেটে ফেলল নার্স

অভিযোগ, সেই সময় টেপ পরিবর্তন করতে গিয়ে শিশুর আঙুল কেটে বসেন ওই নার্স। শুরু হয় রক্তপাত। শিশুকে রক্তাক্ত অবস্থায় দেখে আঁতকে ওঠেন বাবা-মা। শিশুর বাবা-মাকে তাকে ঠিক করে দেখতে পর্যন্ত দেওয়া হয়নি এমনটাই অভিযোগ বাবা বিমলরাজের। এরপর হাসপাতাল কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানাতে শিশুটিকে সার্জারির জন্য চেন্নাইয়ের অন্য একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। অন্যদিকে শিশুর পরিবারের অভিযোগের ভিত্তিতে ওই নার্সের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে। যদি তদন্তে নার্সের গাফিলতি উঠে আসে তবে নিশ্চই তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপের আশ্বাস দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

মোবাইলে মগ্ন, টেপ কাটতে গিয়ে শিশুর আঙুল কেটে দিল নার্স