Representational Image (Photo Credits: Pixabay)

গুন্ডাগিরি ক্রমশ বাড়ছে দিল্লিতে (Delhi)। এবার পুলিশের ওপরেই প্রকাশ্যে গুলি চালানোর অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। গত বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে নারেলা শিল্প এলাকায়। অভিযুক্তের নাম আফতাব আলম, সে জেজে কলোনির বাসিন্দা। পুলিশসূত্রে খবর, গতকাল সন্ধের দিকে নারেলাতে কালো স্কুটিতে করে বন্দুক নিয়ে ঘুরে বেরাচ্ছিল আফতাব। আর ভয় দেখানোর জন্য শূন্যে কয়েক রাউন্ড গুলিও ছোড়ে। আতঙ্কিত হয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়েই ঘটনাস্থলে পুলিশ এসে অভিযুক্তকে আত্মসমর্পণ করতে বলে।

পুলিশের ওপর গুলি চালায় আফতাব

তবে আবরার পুলিশের নির্দেশ না শুনে পাল্টা তাঁদের ওপরেই গুলি ছোড়ে। যদিও এই হামলায় কোনও পুলিশকর্মী আহত না হলেও আত্মরক্ষার জন্য তাঁরাও গুলি চালায়। আর পুলিশের গুলিতে আহত হয় আফতাব। তারপরেই তাঁকে আটক করে হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে খবর, যুবকের পায়ে গুলি লেগেছিল। বর্তমানে সে হাসপাতালেই ভর্তি রয়েছে।

গ্রেফতার অভিযুক্ত

ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ধৃত যুবক একজন দাগী অপরাধী। আগেও তাঁর বিরুদ্ধে ছিনতাই, ডাকাতি, বেআইনি অস্ত্র রাখার অভিযোগে আটক করা হয়েছিল। ২০২৪-এর শেষের দিকে সে ছাড়া পায়। আর তারপর থেকেই আবার দিল্লিতে ডাকাতি শুরু করেছে। বিগত কয়েকমাস ধরে সে পলাতক ছিল। অবশেষে শুক্রবার তাঁকে আটক করে আদালতে পেশ করা হয়।