Delivery Agent, Representational Image (Photo Credit: Pixabay)

নয়ডা, ৫ সেপ্টেম্বর: কথায় কথায় বাড়িতে জিনিসপত্র ডেলিভারি (Delivery Agent) আনান? দোকানে না গিয়ে জিনিসপত্র বাড়িতে বয়ে নিয়ে আসেন? এমন অভ্যেস যদি আপনার থাকে, তাহলে ওই খবর আপনার জন্য। নয়ডা থেকে এমন একটি খবর সামনে এল, যা শুনে চমকে উঠবেন আপনি।

রিপোর্টে প্রকাশ, নয়ডায় (Noida)  ছুরি দেখিয়ে এক মহিলাকে নগ্ন করল ডেলিভারি এজেন্ট। ছেলের সামনে ছুরি দেখিয়ে ওই মহিলাকে নগ্ন করে, তাঁর ভিডিয়ো, ছবি তুলে নেয় সংশ্লিষ্ট ডেলিভারি এজেন্ট। এরপর ওই ছবি, ভিডিয়ো দেখিয়ে তাঁকে ব্ল্যাকমেইল করে অর্থ আদায়ের ফন্দি করে ওই যুবক। নয়ডা থেকে এমন একটি ঘটনা প্রকাশ্যে এলে, তা নিয়ে হইচই শুরু হয়ে যায়।

গ্রেটার নয়ডার এক মহিলা অভিযোগ করেন, গত ২ মাস ধরে ওই মহিলাকে হেনস্থা করা হয়। দুধ এবং বিভিন্ন ধরনের মুদিখানার জিনিসপত্র সরবারহকারী ওই যুবক ছুরি দেখিয়ে সংশ্লিষ্ট মহিলাকে ব্ল্যাকমেইল করতে শুরু করে। ছুরি দেখিয়ে ওই মহিলাকে নগ্ন করে তারপর তাঁকে ব্ল্যাকমেইল করা হয় বলে অভিযোগ। গত দু মাস ধরে গৌরব নামে ওই যুবক একই ধরনের অপরাধ ক্রমাগত করে যাচ্ছিল বলে জানা যায়।

এরপর গত ২ সেপ্টেম্বর ওই যুবকের অত্য়াচারের পালা মাত্রা ছাড়িয়ে যায়। ২ সেপ্টেম্বর ওই মহিলা  আহমেদাবাদে কর্মরত স্বামীকে স্ত্রীর নগ্ন ছবি, ভিডিয়ো পাঠানো হয়।

ভয়ে ওই মহিলা এতদিন পর্যন্ত কোনও মন্তব্য করেননি. অবশষে তিনি পুলিশের দ্বারস্থ হন এবং গোটা ঘটনার কথা খুলে বলেন।

অভিযোগ পেয়ে পুলিশ গৌরব নামে ওই যুবককে গ্রেফতার করেছে। সেই সঙ্গে তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বেশ কয়েকটি ধারায় দায়ের করা হয় অভিযোগ।