মুম্বই, ২০ এপ্রিল: মহারাষ্ট্রের পালঘরের গণপিটুনির ঘটনায় জড়িত সন্দেহে এখনও পর্যন্ত ১১০ জনে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের মধ্য়ে ৯ জন নাবালক। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গত শুক্রবার। রবিবার এক টুইট বার্তায় মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে (Uddhav Thackeray) জানিয়েছেন, গণপিটুনিতে জড়িতরা প্রত্যেকেই কঠোর সাজা পাবে। কাউকেই রেয়াত করা হবে না। ঘটনার শাস্তির পদক্ষেপ দ্রুত করা হবে। ১১০ জন ধৃত আপাতত ৩০ এপ্রিল পর্যন্ত জেলেই থাকছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে পুলিশ। ধৃতরা দুই সাধু, তাঁদের গাড়ি চালক ও পুলিশকর্মীদের উপরে চড়াও হয়েছিল। বেধড়ক মারধরে এঁদের প্রত্যেকেই গুরুতর আহত হয়েছেন। এই গণপিটুনির খবর সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই তদন্ত দাবি করে বিজেপি। আরও পড়ুন- Kolkata: আসিএমআর-এর টেস্ট কিটে গোলমাল থাকায় নমুনার রিপোর্টে সমস্যা, টুইটে অভিযোগ স্বাস্থ্য দপ্তরের
The Palghar incident has been acted upon. The police has arrested all those accused who attacked the 2 sadhus, 1 driver and the police personnel, on the day of the crime itself.
— CMO Maharashtra (@CMOMaharashtra) April 19, 2020
এই প্রসঙ্গে বিরেধী নেতা দেবেন্দ্র ফডনবিশ বলেছেন, পালঘরের ঘটনা অমানবিক ও অভাবনীয়। জানা গিয়েছে, ছেলেধরার গুজব রটেছিল এলাকায়। লকডাউনের মধ্যেই জুনা আখড়ার দুই সাধু গাড়িতে কোথাও যাচ্ছিলেন। এই সময় পালঘরে রটে যায় ছেলেধরা রয়েছে গাড়িতে। প্রায় সঙ্গে সঙ্গেই ক্ষিপ্ত জনতা ওই গাড়ির উপরে চড়াও হয়। সাধুদের ও চালককে টেনে বের করে চলতে থাকে বেধড়ক মারধর। এই গণ আক্রমণে দুটি পুলিশের গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আক্রান্তের তালিকায় রয়েছেন বেশ কয়েকজন পুলিশ কর্তাও। শুক্রবার সকালে ঘটনার খবর ছড়াতেই ঘটনাস্থলে পৌঁছায় বিরাট পুলিশ বাহিনী। আক্রান্তদের পরে চিহ্নিত করা গিয়েছে। সুশীলগিরি মহারাজ (৩০), চিকনে মহারাজ কল্পবৃক্ষ গিরি (৭০), তাঁদের গাড়ি চালক নীলেশ তেলওয়াডে।