কয়েকদিন আগেই কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী (Rahul Gandhi) ঘোষণা করেছিলেন যে তাঁদের সরকার ক্ষমতায় এলে এক ঝটকায় দেশ থেকে দারিদ্রতা দূর করে দেবে। এই নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো বটেই, বাকি বিজেপি নেতৃত্বও মশকরা করে। এবার এই মন্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে বিজেপিকেই দুষলেন খোদ কংগ্রেস নেতা।

রাহুলের দাবি, "এটা কখনই বলা হয়নি যে এক ঝটকায় দারিদ্রতা দূর করা যাবে। কিন্তু দারিদ্রতার ওপর গভীর চোট দেওয়া যাবে। সেই কথাই আমি বলেছিলাম। মোদীজির সমস্ত চিন্তা শুধুমাত্র দেশের ২২ থেকে ২৫ জনের ওপরেই রয়েছে। এদের কাছে এত টাকা রয়েছে যে দেশের ৭০ কোটি মানুষ লাভবান হবে"।

পাশাপাশি এদিন রাহুল আরও বলেন যে, "দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের বড় বড় লোকজনদের দেখুন। কেউ দলিত, কোনও আদিবাসী সম্প্রদায় বা কোনও গরীব মানুষ দেখতে পারবেন না। আমরা এই ভেদাভেদ ভাঙতে এসেছি। আমরা সকলকে অধিকার দেওয়ার কথা বলছি"।