COVID 19: কোভিড নিয়ম ভঙ্গকারীদের 'ওপেন জেলে' পাঠানো হতে পারে ততক্ষণাৎ
Jail, Representational Image (Photo credits: PTI)

ভোপাল, ৬ জানুয়ারি:  গোটা দেশের মতো মধ্যপ্রদেশেও (Madhya Pradesh)  করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে ক্রমাগত। করোনার বাড়বাড়ন্তে এই মুহূর্তে মধ্যপ্রদেশে লকডাউনের (Lockdown) কোনও ভাবনা নেই। তবে যাঁরা ঘর থেকে বাইরে বের হলে মাস্ক পরবেন না, তাঁদেরকে যাতে মোটা অঙ্কের জরিমানা দিতে হয়, সেই চিন্তাভাবনা করা হচ্ছে। পাশপাশি কোভিড (COVID 19) কোভিড নিয়ম বিধি যাঁরা অমান্য করবেন, তাঁদের যাতে 'ওপেন জেলে' রাখা যায়, সেই চিন্তাভাবনাও করা হচ্ছে। এমনই জানালেন মধ্যপ্রদেশের মন্ত্রী নরোত্তম মিশ্র।

দেখুন কী বললেন নরোত্তম মিশ্র...

 

মাস্ক না পরলে, কোভিড (Coronavirus) নিয়ম অমান্য করলে, এই মুহূর্তে মধ্যপ্রদেশে ২০০ টাকা জরিমানার নির্দেশ দেওয়া হয়েছে মধ্যপ্রদেশ সরকারের তরফে। পাশপাশি কোভিভ নিয়ম না মানলে, রাস্তায় 'রোকো টোকো'-র মতো পরিকল্পনাকে বাস্তাবায়িত করা হচ্ছে প্রশাসনের তরফে। যেখানে মাস্ক না পরলে, রাস্তায় তাঁকে দাঁড় করিয়ে মাস্ক করানো হচ্ছে।

আরও পড়ুন:  Dev-Rukmini Maitra: করোনার গ্রাস, একযোগে আক্রান্ত টলিউড তারকা দেব-রুক্মিণী

গত ২৪ ঘণ্টায় মধ্যপ্রদেশে ১০৩৩ জন নতুন করে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।