কোভিডের থেকেও ভয়াবহ নিপা ভাইরাস (Nipah Virus)। ইতিমধ্যেই ভারতে প্রবেশ করেছে এই মারণ ভাইরাস। জানা যাচ্ছে কেরলের মালাপ্পুরমে এক ১৪ বছর বয়সী কিশোর এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। সম্প্রতি পুনের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ভাইরোলজিতে তাঁর নমুনা পাঠিয়েছিল। সেখান থেকে রিপোর্ট পজিটিভ আসে। বর্তমানে আক্রান্ত কিশোরকে একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটায় আপাতত ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে। সূত্রের খবর, প্রথমে নিছক শরীর খারাপ ভেবে বাড়িতেই চিকিৎসা চলছিল। পরে অবস্থার অবনতি হওয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই ধরা পড়ে যে কিশোরটি নিপা ভাইরাসে আক্রান্ত। ইতিমধ্যেই রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ আক্রান্তের খবরটি নিশ্চিত করেছেন। সেই সঙ্গে ওই কিশোরের কাছে কারা এসেছিলেন তাঁদের একটি তালিকা তৈরি করে আইসোলেশনে পাঠানো হচ্ছে।
এছাড়া ওই কিশোরের বাড়ির ৩ কিলোমিটারের মধ্যে কড়া নজরদারি রাখার নির্দেশ দেওয়া হচ্ছে। পাশাপাশি ভিড়ের মধ্যে কেউ বেরোলে মাস্ক পরার নির্দেশ দিয়েছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী। কেরলে নিপা ভাইরাস নতুন নয়। এর আগে ২০১৮, ২০১৯, ২০২১ এবং ২০২৩-এ এই রাজ্যে মারণ ভাইরাস ছড়িয়েছিল। এবারে মালাপ্পুরমে নিপা ভাইরাস প্রথম থাবা বসিয়েছে বলে দাবি করছে রাজ্যের স্বাস্থ্য মন্ত্রক। নিপা থেকে বাঁচতে ইতিমধ্যে সতর্কতা জারি করা হয়েছে রাজ্যে। শনিবার রাজ্যের স্বাস্থ্য মন্ত্রকের তরফে এই নিপা ভাইরাস সংক্রান্ত একটি উচ্চ পর্যায়ের বৈঠক হয়।
Malappuram | NIV Pune has confirmed that the suspected case of a 14-year-old boy is Nipah positive. A contact list of the boys will be prepared and the samples of those in a high-risk category will be sent for testing. A meeting will be held with the district collector and…
— ANI (@ANI) July 20, 2024
প্রসঙ্গত, নিপা ভাইরাস মূলত বাদুড় থেকে ছড়ায়। কোভিডের সময়েও এই ভাইরাস বেশ ভালোই ছড়িয়েছিল। এই ভাইরাসে মৃত্যুর হার ৪০ থেকে ৭০ শতাংশ। সেই তুলনায় কোভিডে মৃত্যুর হার ছিল ২-৩ শতাংশ। বিগত কয়েকবছরে এই ভাইরাসের থাবায় মৃত্যু হয়েছে অসংখ্য মানুষের