Opposition Leaders Letter To PM Modi : দেশে একনায়কতন্ত্র চলছে, মণীশ সিসোদিয়ার গ্রেফতারি নিয়ে মোদীকে কড়া চিঠি মমতা সহ ৮টি বিরোধী দলের প্রধানের, নেই বাম-কংগ্রেস

দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে সিবিআইয়ের গ্রেফতারি নিয়ে এমনই কড়া চিঠি লিখলেন মমতা বন্দ্য়োপাধ্যায়, অরবিন্দ কেজরিওয়াল সহ দেশের ৯ জন বিরোধী নেতারা।

Arvind Kejriwal, Mamata Banerjee (Photo Credit: ANI/Twitter)

নতুন দিল্লি, ৫ মার্চ: গণতন্ত্র থেকে একনায়কতন্ত্রে পরিণত হয়েছে দেশ। কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাগুলিকে অন্য়ায়ভাবে কাজে লাগিয়ে দেশের বিরোধী কণ্ঠরোধ করা হচ্ছে। দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে সিবিআইয়ের গ্রেফতারি নিয়ে এমনই কড়া চিঠি লিখলেন মমতা বন্দ্য়োপাধ্যায়, অরবিন্দ কেজরিওয়াল সহ দেশের ৯ জন বিরোধী নেতারা। বাংলা থেকে মহারাষ্ট্র, তেলেঙ্গনা। কোথাও ইডি, তো কোথাও সিবিআই। বিজেপি শাসিত রাজ্যে দেশের বিরোধী দলের নেতাদের গ্রেফতার করা হচ্ছে। বাংলায় জেল খাটছেন পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডলের মত নেতারা। দিল্লিতে মণীশ সিসোদিয়ার পাশাপাশি আট মাস ধরে জেলে আছেন রাজ্যের প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সতৈন্দ্র জৈন। ছত্তিশড়়, ঝাড়খণ্ড, তেলেঙ্গানাতেও রাজ্যের অবিজেপি সরকারের গাড়ে কার্যত নি:শ্বাস ফেলছে ইডি, সিবিআই।

গত রবিবার আবগারী দুর্নীতি মামলায় দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে গ্রেফতার করে সিবিআই। দিল্লিতে বিজেপিকে পরাস্ত করা আম আদমি পার্টির অলিখিত নম্বর টু নেতা মণীশকে গ্রেফতারিকে রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবেই দেখছেন দেশের বিরোধী দলেরা নেতারা। যদিও দিল্লি কংগ্রেস মণীশের গ্রেফতারিকে সমর্থন জানিয়েছে। এবার মণীশ সিসোদিয়াকে গ্রেফতার করা কাণ্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কড়া চিঠি লিখল দেশের ৮টি বিরোধী দল। যার মধ্যে মণীশের পার্টি আম আদমি পার্টি ছাড়াও রয়েছে তৃণমূল কংগ্রেস, বিআরএস (টিআরএস), আরজেডি, ন্যাশনাল কনফারেন্স, এনসিপি, সমাজবাদী পার্টি, শিবসেনা (উদ্ধব ঠাকরে) ও এনসিপি। কংগ্রেসের পাশাপাশি বাম দলের কোনও নেতার সই এই চিঠিতে ছিল না। নেই ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, ডিএমকে-র মত ইউপিএ-র দলেরাও। আরও পড়ুন-যোগী রাজ্যে ফের চলল বুলডোজার, গুড়িয়ে গেল মুখতার আনসারি গ্যাংয়ের সদস্য কমলেশ সিং 'প্রধান'-এর বাড়ি (দেখুন ভিডিও)

দেখুন কী লিখলেন মমতারা

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে কড়া চিঠি লিখলেন দেশের যে ৯ জন বিরোধী নেতারা। ১) মমতা বন্দ্য়োপাধ্যায় (তৃণমূল কংগ্রেস), ২) অরবিন্দ কেজরিওয়াল (আপ), ৩) কে চন্দ্রশেখর রাও (বিআরএস), ৪) ফারুক আবদুল্লা (এনসি), ৫) অখিলেশ যাদব (এসপি), ৬) শরদ পাওয়ার (এনসিপি), ৭) ভগবন্ত মান (আপ), ৮) উদ্ধব ঠাকরে (শিবসেনা, ইউবিটি), ৯) তেজস্বী যাদব (আরজেডি)।