
প্রয়াত মহাত্মা গান্ধীর (Mahatma Gandhi) পপৌত্রী নীলাম্বেন যোগেন্দ্রবাই পারেখ। বুধবার সকাল ১১টা নাগাদ গুজরাটের নভসারিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়ছিল ৯২ বছর। জানা যাচ্ছে বার্ধ্যকজনিত সমস্যার কারণেই তাঁর মৃত্যু হয়েছে। নীলাম্বেনের মৃত্যুতে শোকস্তব্ধ গোটা পরিবার ও আত্মীয় পরিজনেরা। এই নীলাম্বেনই হলেন গান্ধী পরিবার তথা মহাত্মা গান্ধীর বড় ছেলে বিদ্রোহী সদস্য হরিলালের নাতনি।
প্রয়াত নীলাম্বেন গান্ধী
প্রয়াত নীলাম্বেন গান্ধী পরিবারের সদস্য হওয়ার পাশাপাশি তিনি একজন লেখক। তাঁর লেখা বিখ্যাত বইটি হল গান্ধীজি'স লস্ট জুয়েল: হরিলাল গান্ধী। বইতে গান্ধীজির সঙ্গে ছেলে হরিলাল গান্ধীর যে জটিল সম্পর্ক ছিল, কেন তাঁদের মধ্যে দুরত্ব সৃষ্টি হল, সেই সম্পর্কে বিস্তারিত লেখা রয়েছে। হরিলাল গান্ধী পরিবারের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন। যা নিয়ে সেই সময় তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছিল।
মহাত্মা গান্ধীর সঙ্গে কেন দুরত্ব বাড়ল হরিলালের?
আসলে ছোট থেকেই বাবা মহাত্মা গান্ধীর প্রিয় ছেলে ছিলেন হরিলাল। এমনকী ছেলেও বাবাকে খুব ভালোবাসতেন। কিন্তু দেশকে স্বাধীন করার আন্দোলনে এতটাই ব্যস্ত ছিলেন যে মহাত্মা পরিবারকে সেভাবে কখনই সময় দিতে পারেননি। আর বাবার প্রতি এই ভালোবাসা একদিন পরিণত হল ক্ষোভে। তারপর থেকেই গান্ধী পরিবারের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করে আলাদা হয়ে যান হরিলাল। আর সেই পরিবারের সদস্য ছিলেন নীলাম্বেন।