ভারতের স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা , এন আই ডি ফাউন্ডেশনের সাথে যৌথ ভাবে একটি মানব জাতীয় পতাকা বানিয়ে করে ফেলল গিনেস ওয়ার্ল্ড রেকর্ড। শনিবার স্বাধীনতা দিবসের প্রাক্কালে চণ্ডীগড় ক্রিকেট স্টেডিয়ামে এনআইডি ফাউন্ডেশনের (NID Foundation)স্বেচ্ছাসেবকদের সাথে চণ্ডীগড় বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য স্কুল ও কলেজের মোট ৫৮৮৫ জন শিক্ষার্থী ২ ঘন্টা এবং ৪৫ মিনিট সময় নিয়ে তৈরি করেছে এই একটি মানব জাতীয় পতাকা, সেই পতাকাই একটি নতুন গিনেস ওয়ার্ল্ড রেকর্ড স্থাপন করেছে। সংযুক্ত আরব আমির শাহির একটি প্রতিষ্ঠানের করা আগের রেকর্ড ভেঙে এই কৃতিত্ব অর্জন করেছে তাঁরা। সমাজের বিভিন্ন স্তরের অন্তত ২৫০০০ মানুষ এই অনুষ্ঠানটি প্দেখতে হাজির ছিলেন স্টেডিয়ামে।
(1/3)
The NID Foundation and Chandigarh University on Saturday created the Guinness World Record for the formation of ‘World's Largest Human Image of a Waving National Flag’ when as many as 5,885 students. pic.twitter.com/4N1v0Fzmdn
— The Better India (@thebetterindia) August 16, 2022
আবুধাবির জিইএমএস এডুকেশন ২০১৭ সালে ৪১৩০ জন মিলে একত্রিত হয়ে জাতীয় পতাকার বৃহত্তম মানব গঠনের পূর্ববর্তী বিশ্ব রেকর্ডটি স্থাপন করেছিল। সেই রেকর্ডটি ভেঙে এনআইডি ফাউন্ডেশন এবং চণ্ডীগড় বিশ্ববিদ্যালয় একটি নতুন রেকর্ড তৈরি করেছে বলে জানিয়েছেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের অফিসিয়াল অ্যাডজুডিকেটর স্বপ্নিল ডাঙ্গারিকর।