Dead Body Representative Photo (Photo Credits: Pixabay)

বর্ষশেষে আগে এই শীতের মরসুমে অনেকেই আনন্দ-উল্লাসের জন্য পিকনিক করেন। শনিবার রাতে গাইঘাটায় (Gaighata) রামপুর সরকার পাড়াতেও হচ্ছিল পিকনিকের আসর। আর এই পিকনিকে আনন্দের আবহ বদলে গেল বিষাদে। ছাঁদ থেকে পড়ে মৃত্যু হল এক যুবকের। মৃত ব্যক্তির নাম সুদীপ দেব, বয়স ৩৫। বিদ্যুত দফতরের কর্মী ছিলেন বলে জানা গিয়েছে। পরিবারসূত্রের খবর, এদিন ওই পাড়াতেই সুব্রত দাস নামে এক ব্যক্তির বাড়িতে বসেছিল পিকনিকের আয়োজন। সুদীপ ও সুব্রত দুই বন্ধু ছিলেন। সঙ্গে ছিলেন তাঁদের আরও কয়েকজন বন্ধু ও তাঁর পরিবারের সদস্যরা। ফলে সুদীপের স্ত্রী ও মেয়েও এদিন উপস্থিত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পিকনিকের মাঝে সুদীপ ছাঁদের রেলিংয়ের বসতে গিয়েছিলেন। সেই সময়ই অসাবধানতাবশত নিচে পড়ে যান ওই যুবক। তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে চাঁদপাড়া গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটলে হাবরা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মর্মান্তিক এই মৃত্যুর পর শোকস্তব্ধ সুদীপের পরিবার। ইতিমধ্যেই এই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। সুদীপের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। যদিও এটা নিছকই দুর্ঘটনা নাকি অন্যকিছু জানার জন্য তদন্ত শুরু করেছে পুলিশ।