গত অগাস্ট মাসের পর থেকে আরজি করের (RG Kar Medical College and Hospital) ঘটনা নিয়ে তোলপাড় গোটা দেশ। জুনিয়র চিকিৎসককে খুন করে ধর্ষণের ঘটনার বিরুদ্ধে প্রতিবাদ যেমন কলকাতাতে হয়েছে, তেমনই দেশের বিভিন্ন প্রান্তের মানুষরা এই ঘটনার প্রতিবাদ করেছে। সিবিআই তদন্তে ইতিমধ্যেই গ্রেফতার হয়েছে ৩ অভিযুক্ত। যার মধ্যে আরজি কর হাসপাতালের সুপার সন্দীপ ঘোষও রয়েছে। এমনকী এই নিয়ে পুজোর আবহেও বাংলাজুড়ে অনশন কর্মসূচী করছেন জুনিয়র চিকিৎসকরা। অষ্টম দিনে চলছে এই কর্মসূচি। যদিও তাঁদের ১০ দফা দাবি মানতে নারাজ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার এই নিয়ে রাজ্য সরকারের সমালোচনা করলে আরএসএস প্রধান মোহন ভাগবত (Mohan Bhagwat)।
তিনি বলেন, "আরজি করে যে ঘটনাটি ঘটেছে তা অত্যন্ত নিন্দনীয়। এর কোনও ক্ষমতা হয় না। কিন্তু এটাই এরটি ঘটনা নয়। ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে তার জন্য সজাগ থাকত হবে। কিন্তু ঘটনার পরে রাজ্য সরকার বা তাঁর প্রশাসন যেভাবে কেসটি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে, দোষীদের সুরক্ষা দিয়েছে, এই নিয়ে অবশ্যই সমালোচনা হবে। এটাই অপরাধ ও রাজনীতির প্রত্যক্ষ জোট।
#WATCH | Nagpur, Maharashtra | #VijayaDashami | RSS chief Mohan Bhagwat says, "...What happened in RG Kar hospital in Kolkata is shameful. But, this is not a single incident... We should be vigilant to not let such incidents happen. But, even after that incident, the way things… pic.twitter.com/NvJRiU7o0x
— ANI (@ANI) October 12, 2024
প্রসঙ্গত, কলকাতার ধর্মতালা আরজি করের ঘটনার প্রতিবাদে এবং চিকিৎসকদের সুরক্ষার ১০ দফার দাবি নিয়ে অনশনে বসেছেন বহু জুনিয়র চিকিৎসকেরা। কলকাতা ধর্মতলা এলাকায় চলছে এই বিক্ষোভ। একটানা অনশন কর্মসূচী করার কারণে অনিকেত মাহাতো নামে এক চিকইৎসক অসুস্থ হয়েছে পড়ছেন।