গুজরাট: কেরলকে (Kerala) ৫-০ গোলে হারিয়ে ২০২২ সালের জাতীয় গেমসে (National Games) পুরুষদের ফুটবলে (football) জাতীয় চ্যাম্পিয়ন হল পশ্চিমবঙ্গ (West Bengal)। মঙ্গলবার গুজরাটের আমেদাবাদে ইক্কা এরিনা (EKA Arena) স্টেডিয়ামে আয়োজিত পুরুষের ফুটবল ফাইনালে এই জয় ছিনিয়ে আনেন বাংলার খেলোয়াড়রা। দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে হ্যাট্রট্রিক করেন বাংলা দলের অধিনায়ক নরহরি শ্রেষ্ঠ (Narohari Shrestha)। এছাড়াও বাকি দুটি গোল করেন রবি হাঁসদা ও অমিত চক্রবর্তী। অন্যদিকে একটি গোল করতে পারেননি কেরলের ফুটবলাররা।

প্রাক্তন ভারতীয় স্ট্রাইকার বিশ্বজিৎ ভট্টাচার্যের কোচিং মঙ্গলবার আমেদাবাদে খেলতে নেমেছিল বাংলা। ম্যাচের প্রথম থেকেই রাশ তাদের হাতে ছিল। ১৬ মিনিটের মাথায় একটি লুজ বল পেয়েই বিপক্ষের গোল লক্ষ্য করে শট মারেন রবি হাঁসদা (Robi Hansda)। কিন্তু, ঠেকিয়ে দেন কেরলেন গোলরক্ষক মিধুন ভি নেভার্থেলেস। তবে তাঁর ফেরানো বলেই ফের গোল করে বাংলাকে এগিয়ে দেন হাঁসদা। এরপর কেরল কয়েকটা সুযোগ পেলেও তা গোলে পরিণত করতে পারেনি। উলটে নরহরি শ্রেষ্ট ২৫ গজ দূর থেকে একটি শট মেরে ব্যবধান বাড়িয়ে দেন। আর ম্যাচের হাফ টাইমের ঠিক আগে কেরলের গোলে বল পাঠিয়ে ৩-০ করেন তিনি। কিছুক্ষণ বাদেই ফের শ্রেষ্ঠের গোলে আরও এগিয়ে যায় পশ্চিমবঙ্গ। নিজের হ্যাট্রট্রিকে দলকে ৪ গোলে এগিয়ে নিয়ে যান বাংলার অধিনায়ক। আর ম্যাচের ৮৫ মিনিটে আরও একটি গোল করে কেরলের কফিনে শেষ পেরেক পুঁতে দেন ডিফেন্ডার (Defender) অমিত চক্রবর্তী (Amit Chakraborty)। এর ফলে জাতীয় গেমসে পুরুষদের ফুটবলে ফের ১১ বছর বাদে চ্যাম্পিয়ন হল বাংলাও। জিতে নিল সোনার মেডেল (gold medal)।