প্রতীকী ছবি (Photo Credit: Pixabay)

কলকাতা: তীব্র দাবদাহের মাঝে খুশির খবর দিল আবহাওয়া দফতর। মে মাসের শুরুতেই ঝড়বৃষ্টি হবে, ভিজবে একাধিক জেলা। আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী মাসের ২ তারিখের পর থেকে তাপপ্রবাহের তীব্রতাও কিছুটা কমতে পারে। এরপর আগামী রবিবার অর্থাৎ ৫ মে থেকে ঝড়বৃষ্টি শুরু হবে। আবহাওয়াবিদেরা জানিয়েছেন, বড়ো বড়ো গোলার আকারে তীব্র ঝড় বৃষ্টি হবে, তাই এর নামকরণ করা হয়েছে বৃষ্টিবলয়ের গোলা।

আরও পড়ুন: Kolkata Temperature WB Heatwave: তীব্র তাপপ্রবাহে জেলায় জেলায় জারি লাল সতর্কতা, কলকাতায় বাড়বে ভ্যাপসা গরম

আবহাওয়া দফতর সূত্রে আরও খবর, এখনই তাপপ্রবাহের দাপট কমছে না। মুর্শিদাবাদ, দুই মেদিনীপুর, দুই বর্ধমান, বাঁকুড়া, বীরভূমে তীব্র তাপপ্রবাহের লাল সতর্কতা জারি করা হয়েছে। আগামী ৪ মে পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। তবে উত্তরের আবহাওয়া বেশ মনোরম। আজ থেকেই উত্তরবঙ্গের ৫ জেলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া।