লোকসভা নির্বাচনে যেখানে ইন্ডিয়া জোট ভালো ফলাফল করার পর থেকে হরিয়ানায় (Haryana) বিধানসভা নির্বাচন নিয়ে যথেষ্ট আশাবাদী ছিলেন রাহুল গান্ধী, মল্লিকার্জুন খাড়গেরা। লোকসভা নির্বাচনের পর এটাই ছিল দূই দলের কাছে রাজ্যস্তরে ক্ষমতা নিয়ে লড়াই। কিন্তু এক্সিট পোলকে মিথ্যা প্রমাণিত করে আবারও হরিয়ানার ক্ষমতায় আসতে চলেছে বিজেপি। এবং হরিয়ানায় গতবছরের থেকেও খারাপ রেজাল্ট করতে চলেছে কংগ্রেস। আদৌ কী ৩০-এর গণ্ডি পেরোতে পারবে কিনা, এখনও পর্যন্ত ২৮টি আসনে জয়ী কংগ্রেস, এগিয়ে রয়েছে ৮টি আসনে। অন্যদিকে বিজেপি ২৯টি আসনে ইতিমধ্যেই জয় পেয়েছে, এগিয়ে রয়েছে আরও ২০টি আসনে। ফলে ধীরে ধীরে জয়ের আশা ক্ষীণ হয়ে যাচ্ছে হাত শিবিরের।
এই নিয়ে ইতিমধ্যেই হতাশাপ্রকাশ করেছেন কংগ্রেস সাংসদ কুমারী শৈলজা (Kumari Selja)। এই নিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা কংগ্রেস নেতা ভুপিন্দর সিং হুডার সঙ্গে ঠাণ্ডা লড়াই গত কয়েকদিন ধরেই চলছিল। তবে এখন সমস্ত আশা জলে চলে যাচ্ছে। আক্ষেপের সুরে শৈলজা এদিন বলেন, ফলাফল অত্যন্ত হতাশাজনক। সকাল থেকে জিতছিলাম, বেলা বাড়তেই ফলাফল ঘুরে গেল। দীর্ঘ ১০ বছর ধরে কর্মীরা অনেক খেটেছে। ফলে এই রেজাল্ট দেখে অনেকে হতাশাগ্রস্থ হয়ে পড়েছেন। আগামীদিনের জন্য আবারও নতুন করে শুরু করতে হবে। কেন বা কাদের জন্য এই ফল হল তা বিশ্লেষণ করার প্রয়োজন রয়েছে।
#WATCH | #HaryanaElections| Delhi: Congress MP Kumari Selja says, "The results are disappointing. Until morning, we were hopeful. All our workers are upset, they have worked for the last 10 years for the Congress party and when such a result comes, there is a huge disappointment.… pic.twitter.com/cSTlNonBi3
— ANI (@ANI) October 8, 2024