Amritsar Vendor Selling Samosas For Just Rs. 2.50 (Photo: Instagram)

পঞ্জাবের অমৃতসর ( Amritsar) এমন একটি শহর যা ভোজনরসিকদের কাছে স্বর্গ হিসাবে পরিচিত। অমৃতসরে প্রচুর খাবার রয়েছে যেগুলি কেবল পঞ্জাবেই নয়, সারা দেশেই বিখ্যাত। মুখে জল আনা কুলচা থেকে শুরু করে ফিশ ফ্রাই, অনেক কিছুই পাবেন অমৃতসরের রাস্তায়। সম্প্রতি, অমৃতসরের এক সিঙাড়া (Samosas) বিক্রেতা সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছেন। তিনি ভোজনরসিকদের জন্য গরম এবং খসখসে সিঙাড়া বিক্রি করেন, তাও আবার মাত্র আড়াই টাকা প্রতি পিস (Samosas For Just Rs. 2.50)। ভিডিওটি ইনস্টাগ্রাম রিলে শেয়ার করা হয়েছে এবং এটি ভাইরাল হয়েছে।

অমৃতসরের সিঙাড়া বিক্রেতার ক্লিপটি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন ব্লগার সরবজিৎ সিং। ভিডিওতে দেখা যাচ্ছে, সুস্বাদু চাটনির সঙ্গে ক্রেতাদের সিঙাড়া পরিবেশন করছেন বয়স্ক বিক্রেতা। মাত্র আড়াই টাকাতে মুখরোচক খাবার পরিবেশনের অপেক্ষায় ছিলেন অনেকেই।

দেখুন ভিডিও: 

 

View this post on Instagram

 

A post shared by Sarabjeet Singh (@mrsinghfoodhunter)

ভিডিওটি ইতিমধ্যই ১ মিলিয়নেরও বেশিবার দেখা হয়েছে। ভিডিওটি পছন্দ করেছেন প্রায় ২ লাখ নেটিজেন।