নয়াদিল্লি: দিল্লির একটি মেট্রো (Delhi Metro) স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রেললাইনের (railine) উপর প্রস্রাব (Urinating) করছিলেন এক ব্যক্তি। সেই ঘটনার ভিডিয়ো (video) সোশ্যাল মিডিয়াতে পোস্ট পাওয়ার পর ভাইরাল (viral) হতেই শোরগোল পড়ে গেছে চারিদিকে। তুমুল ঝড় উঠেছে নেটদুনিয়াতেও।
দিল্লির মেট্রো স্টেশনগুলো তাদের পরিচ্ছন্নতার জন্য বিশ্ববিখ্যাত। থুতু ফেললে বা কোনওরকম নোংরা করলে বড় অঙ্কের জরিমানা দিতে হয়। সেখানে এই ঘটনা কী করে ঘটতে পারে তা জানতে চেয়ে কিছুদিন আগে এক টুইটারাট্টি এই ভিডিয়োটি পোস্ট করেন। দিল্লির মুখ্যমন্ত্রীর অফিস ও দিল্লি মেট্রো রেলওয়ে কর্পোরেশনকে ট্যাগ করে পোস্ট করা ভিডিয়োটির ক্যাপশনে লেখা ছিল, মনে হয়, 'দিল্লি মেট্রোতে এই ধরনের ঘটনা এই প্রথম'। ভিডিয়োটিতে ক্যামেরার পিছনে থাকা মানুষটিকে বলতে শোনা যাচ্ছে, 'আপনি কোথায় প্রস্রাব করছেন? কী করছেন আপনি?' এর উত্তরে প্রস্রাবে ব্যস্ত ব্যক্তি বলে, 'হয়ে গেছে, বেশিই হয়ে গেছে'।
রবিবার এর উত্তরে দিল্লি মেট্রো কর্পোরেশনের (DMRC) এক সিনিয়র আধিকারিক বলেন, "মেট্রো স্টেশনের ভেতরে পরিষ্কার ও পরিচ্ছন্নতা বজায় রাখতে সাহায্য করার জন্য যাত্রীদের পরামর্শ দেওয়া হয়। স্টেশনে শৌচালয়গুলোও যাত্রীদের ব্যবহারের জন্য তৈরি করা হয়েছে। তারপরেও যদি এই ধরনের ঘটনা চোখে পড়ে যাত্রীদের কাছে থাকা দিল্লি মেট্রো রেলওয়ে কর্পোরেশনের অফিস বা আমাদের ২৪ ঘণ্টার হেল্পলাইন ১৫৫৩৭০ অথবা নিরাপত্তাবিষয়ক হেল্পলাইন ১৫৫৬৫৫ নম্বরে ফোন করার অনুরোধ জানানো হচ্ছে। যাতে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া যায়।"
#ViralVideo: A video of a man urinating on the track at a Delhi Metro station has gone viral. The video was posted by a user on Twitter on 29 October. Delhi Metro responded to the tweet and asked the user to provide the name of the station for further investigation. pic.twitter.com/2yCPPjwPwl
— Firstpost (@firstpost) November 5, 2022