Representational Image (Photo Credits: Pixabay)

গুজরাট: 'জামাল কুদু' (Jamal Kudu) গানে মাথায় মদের বোতল (Liquor Bottle) নিয়ে নাচার ভিডিও ভাইরাল হওয়ার পরে ২৮ বছর বয়সী কুখ্যাত বুটলেগারকে ভাদোদরায় (Vadodara) গ্রেফতার (Arrested) করা হয়েছে। ভাদোদরা শহরের ওয়ারাসিয়া থানার পুলিশ লোকটিকে রবিবার রাতে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে খবর ব্যক্তিটির নাম বিশাল কাহার। আরও পড়ুন: Maharashtra : রাস্তা অবরোধ করার অভিযোগ, মারাঠা সমাজসেবী মনোজ জারাঙ্গের বিরুদ্ধে দায়ের মামলা

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া নাচের ভিডিওতে কাহারকে জামাল কুদু গানে মাথায় মদের বোতল রেখে নাচতে দেখা যায়।