Photo Credits: File Photo

রাত করে স্বামী বাড়ি ফিরেছিলেন। রাগের মাথায় স্বামীর মুখে অ্যাসিড ছুঁড়ে মারলেন স্ত্রী। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) কানপুর (Kanpur) জেলায় কুপারগঞ্জ এলাকার ঘটনায় চাঞ্চল্য। গভীর রাত অবধি বাড়ির বাইরে ছিলেন স্বামী। বাড়ি ফিরতেই শুরু হয় স্ত্রীয়ের জেরা। শুরু হয় বচসা। দুজনের বচসা এমন মাত্রায় পৌঁছে যায় যে রাগের বসে স্বামীর মুখে অ্যাসিড ছোঁড়েন স্ত্রী। পুলিশ সূত্রে খবর, অ্যাসিডে ঝলসে গিয়েছে স্বামীর মুখ।। চিকিৎসা চলছে। অভিযুক্ত স্ত্রীকে গ্রেফতার করেছে পুলিশ।

আরও পড়ুনঃ ফোনে অন্য পুরুষের সঙ্গে গল্প, দশম শ্রেণীর প্রেমিকাকে গুলিবিদ্ধ করে আত্মহত্যা প্রেমিকের

আহত স্বামীর নাম ডাব্বু গুপ্ত। বয়স ৪০। এদিন বাড়ি ফিরতে রাত ১২ঃ৩০ বেজেছিল স্বামীর। বাড়ি ঢুকতেই স্বামীকে জোর জেরা করা শুরু করেন স্ত্রী। মুখে কথা কাটাকাটি চলতে চলতে স্বামীর গায়ে প্রথমে হাত তোলেন বছর ৩৫ এর স্ত্রী পুনম। স্ত্রীকেও উলটে মারেন তিনি। এমন সময় বাথরুমে রাখা অ্যাসিড নিয়ে এসে স্বামীর মুখে ছুঁড়ে মারেন পুনম।

স্বামীর মুখে অ্যাসিড ছুঁড়লেন স্ত্রী

আহত মুখ  নিয়েই পুলিশের দারস্ত হয়েছেন ডাব্বু। পুলিশকে গিয়ে সবটা জানায় সে। এমন কাজের জন্যে স্ত্রীয়ের হাজতবাসের দাবি জানিয়েছেন তিনি।