প্রতীকী ছবি

গাড়ির ধাক্কায় প্রাণ গেল উত্তর প্রদেশের (Uttar Pradesh) ভজিপুরা থানার কর্মরত সাব-ইনস্পেক্টরের। সিগনালে গাড়িটিকে দাঁড়াতে বলেন ওই ইনস্পেক্টর। কিন্তু গাড়ি না থামিয়ে উলটে তাঁকে সজোরে ধাক্কা দিয়ে গাড়ি নিয়ে চম্পট দেয় চালক। কমতে কমতে করোনার দৈনিক সংক্রমণ ২১৫, শুরুর পর থেকে এই প্রথম এত কম

সোমবার রাতে বরেলি-নৈনিতাল হাইওয়েতে (Bareilly-Nainital Highway) ডিউটি করছিলেন ভজিপুরা থানার সাব-ইনস্পেক্টর সঞ্জয় সিংহ। রাতের দিকে একটি গাড়িকে দাঁড় করানোর জন্যে হাত দেখান। কিন্তু গাড়িটি না দাঁড়িয়ে বেপরোয়া গতিতে সাব-ইনস্পেক্টরকে চাপা দিয়ে বেরিয়ে যায়। তড়িঘড়ি নিকটবর্তী বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় তাঁকে। চিকিৎসাও শুরু হয়। কিন্তু মঙ্গলবার সকালে মারা যান বছর ৪০ এর সঞ্জয় সিংহ।

ওই এলাকার টোল প্লাজায় লাগানো সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। গাড়িটিকে ইতিমধ্যেই সনাক্ত করা গিয়েছে। খোঁজ চলছে গাড়ির চালকের।