অবিশ্বাস্য ঘটনা উত্তরপ্রদেশে। রাতে ঘুমানোর সময় অজান্তেই মায়ের চাপে শিশুর মৃত্যু হল উত্তর প্রদেশের আমরোহা শহরে। যদিও বাবা তা মানতে নারাজ। মায়ের বিরুদ্ধে দেড় বছরের শিশুকে হত্যা করার অভিযোগ এনেছে সে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। উত্তরপ্রদেশের ঘটনায় চাঞ্চল্য পরে গিয়েছে স্থানীয়দের মধ্যে। পুড়ল কলকাতার আইকনিক সুইমিং ক্লাব, কোনও হতাহতের খবর নেই
মা-বাবার সঙ্গে একই বিছানায় ঘুমাচ্ছিলেন ১৮ মাসের শিশু। শনিবার সকালে দম্পতি ঘুম থেকে উঠে লক্ষ্য করেন তাঁদের পাশে ঘুমিয়ে থাকা শিশুর শ্বাসপ্রশ্বাস চলছে না। সময় নষ্ট না করে তড়িঘড়ি বাচ্চাকে জেলার হাসপাতালে নিয়ে যান তাঁরা। কিন্তু কোন লাভ হয় না। দেড় বছরের শিশুকে মৃত বলে জানান চিকিৎসকরা। আদালতের অনুমতি ছাড়া বিবাহ বিচ্ছেদ অবৈধ, জানাল দিল্লি হাইকোর্ট
সন্তানের মৃত্যু মেনে নিতে পারেনি ৩২ বছরের বিশাল কুমার। স্ত্রীয়ের বিরুদ্ধে সন্তানকে খুনের অভিযোগ এনেছেন তিনি। থানায় দায়ের করেছেন অভিযোগ। যদিও নিজের সন্তানকে খুন কররা অভিযোগ অস্বীকার করেছেন ৩০ বছরের মা কাজল দেবী। তিনি বলেন, এটা একটা দুর্ঘটনা ছাড়া কিছুই নয়। রাতেরবেলা ঘুমানোর সময় কখন কীভাবে শিশুর উপরে তিনি উঠে পড়েছিলেন সে বিষয়ে তাঁর কোন ধারণা নেই।
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। শিশুটির দেহ ময়নাতদন্তের জন্যে পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে খবর, আট বছর আগে বিবাহ হয় ওই দম্পতির। তিন সন্তান রয়েছে তাঁদের। যে শিশুটি মারা গিয়েছে সে তাঁদের সব থেকে ছোট সন্তান ছিল। বাবা মায়ের সঙ্গে সেদিন একই বিছানায় ঘুমাচ্ছিল সে।