UP Man Posing as Singapore Airlines Pilot (Photo Credits: X)

নয়া দিল্লি, ২৬ এপ্রিলঃ বিমান চালকের পরিচয় দিয়ে বিমানবন্দরে ঘোরাঘুরি। মঙ্গলবার দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দর (Indira Gandhi International Airport) থেকে গ্রেফতার হলেন এক ব্যক্তি। নিজেকে সিঙ্গাপুর এয়ারলাইনের (Singapore Airlines) পাইলট হিসাবে পরিচয় দিয়ে দিল্লি বিমানবন্দরে ঘোরাফেরা করছিলেন ওই যুবক। গলায় ঝুলছিল একটি আইডি কার্ডও।

ঘটনা প্রসঙ্গে পুলিশ জানাচ্ছে, অভিযুক্ত যুবকের নাম সঙ্গীত সিং। উত্তরপ্রদেশ (Uttar Pradesh) নিবাসী বছর ২৪-এর ওই যুবক বিমান চালকের পোশাকে সজ্জিত হয়ে, গলায় আইডি কার্ড ঝুলিয়ে বিমানবন্দরের মেট্রো স্কাইওয়াক চত্বরে হাঁটাহাঁটি করছিলেন। সেই সময়ে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের নজরে আসেন তিনি। তাঁর চালচলনে সন্দেহ হয় সিকিউরিটি ফোর্সের। তাঁকে জিজ্ঞাসাবাদ করতেই ঝুলি থেকে ইঁদুর বেরিয়ে আসে। জানা যায়, ভুয়ো পরিচয় পত্র বানিয়ে নিজেকে সিঙ্গাপুর এয়ারলাইনের পাইলট সাজিয়ে সঙ্গীত বিমানবন্দরে প্রবেশ করেন।

ঘটনার তদন্তে পুলিশ জানতে পেরেছে, একটি অনলাইন অ্যাপ ব্যবহার করে সিঙ্গাপুর এয়ারলাইনের পাইলটের ওই ভুয়ো পরিচয় পত্র বানিয়েছেন তিনি। বিমান চালকের পোশাকটি কিনেছিলেন দ্বারকা থেকে। আরও এক চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে পুলিশের হাতে। ২০২০ সালে এভিয়েশন হসপিটালিটি নিয়ে পড়াশোনা করেছিলেন সঙ্গীত। এরপর বিমান চালকের চাকরি না পাওয়ায় নিজের পরিবার এবং আত্মীয়দের কাছে তিনি নিজেকে বিমান চালক হিসাবে পরিচয় দেওয়া শুরু করেন। পরিবারকে বিভ্রান্ত করার লক্ষ্যে নিজেকে সিঙ্গাপুর এয়ারলাইনের পাইলট (Singapore Airlines) সাজিয়ে বিমানবন্দরে ঘোরাফেরা করেন তিনি। দ্বারকা থেকে বিমান চালকের পোশাকটি কিনেছেন। নকল পরিচয় পত্র বানিয়েছেন। তবে মঙ্গলবার সিকিউরিটি ফোর্সের কাছে হাতেহাতে ধরে পড়েন তিনি।