টানা বৃষ্টিতে জলমগ্ন হরিয়ানা। ফরিদাবাদে (Faridabad) বিপর্যস্ত যান চলাচল। আর এই জমা চলে ঢুবে মৃত্যু হল দুই ব্যাঙ্ক কর্মচারীর। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে। জানা যাচ্ছে, ফরিদাবাদের আন্ডারপাসে জল জমে যাওয়ায় ওই রাস্তায় যান চলাচল বন্ধ ছিল। রাত ১১টা নাগাদ একটি গাড়ি ওই রাস্তা দিয়ে যেতে চাইছিল, তখন এক কর্তব্যরত পুলিশকর্মী তাঁদের বাঁধা দেয়। কিন্তু সেই নিষেধাজ্ঞা না শুনেই তাঁরা আন্ডারপাসে গাড়ি ঢুকিয়ে দেয়। কিছুটা যেতেই গাড়িটি জলের তলায় ঢুবে যায়।
ঘটনাস্থলে তড়িঘড়ি চলে আসে উদ্ধারকারী দল, তাঁরা পুন্নাশ্রয় শর্মাকে রাত ১২টা নাগাদ মৃত অবস্থায় উদ্ধার করে। অন্যদিকে রাত বেড়ে যাওয়ায় আরেক ব্যক্তি বিরাজ ত্রিবেদীকে তখন বের করানো সম্ভব হয়নি। তাঁর মৃতদেহ উদ্ধার করা হয় সকালবেলায়। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে পুন্নাশ্রয় ছিলেন ফরিদাবাদের বাসিন্দা, এবং তিনি সেখানেরই একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে কর্মরত ছিলেন। অন্যদিকে তাঁর সহকর্মী বিরাজ ওই ব্যাঙ্কেরই ক্যাশিয়ার ছিলেন এবং তিনি ছিলে গুরুগ্রামের বাাসিন্দা।
#WATCH | Faridabad, Haryana: There was waterlogging in the underpass. The police were on duty as a precaution. At around 11 pm, two people came in a car. One's name was Punnashray Sharma and he worked as a bank manager from Faridabad. The other one's name was Viraj Trivedi, a… pic.twitter.com/r3NMEOdJ0f
— ANI (@ANI) September 14, 2024
এদিন ব্যাঙ্কের কাজ শেষ করে দুজনে ডিনার সেরে বাড়ি ফিরছিলেন। সেই সময় আন্ডারপাসে ঢোকার আগে পুলিশকর্মী তাঁদের থামালেও তাঁরা উল্টে বচসায় জড়ান। আর তারপর তাঁরা ওই আন্ডারপাস দিতেই যেতে গিয়ে বিপত্তি ঘটান। দেহগুলি উদ্ধার করে ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। সেই সঙ্গে ওই গাড়িটিও উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে ফরিদাবাদ থানার পুলিশ।