অবশেষে জামিন পেলেন তুনিশা শর্মার আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গ্রেফতার হওয়া অভিনেতা শিজান খান। তুনিশার মৃত্যুর পরের দিনই তুনিশা শর্মার মায়ের অভিযোগের ভিত্তিতে শিজান খানকে গ্রেফতার করে পুলিস। প্রায় ২ মাস পর শনিবার মহারাষ্ট্রের পালঘর জেলার ভাসাইয়ের দায়রা আদালত শিজানকে জামিন দেয়। এক লক্ষ টাকা ব্যক্তিগত বন্ডের বিনিময়ে আদালত তাঁর জামিন মঞ্জুর করে। এছাড়াও শিজানের পাসপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে দায়রা আদালত।
ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী ৩০৬ ধারায় তাঁর নামে মামলা রুজু করেছিল মহারাষ্ট্র পুলিস। মহারাষ্ট্রের ভাসাই-এর আদালত প্রথমে তাঁকে ১৪ দিনের পুলিসি হেফাজতে থাকার নির্দেশ দেয়। পরবর্তীকালে তাঁকে জেল হেফাজতে থাকার নির্দেশ দেয় আদালত। থানের সেন্ট্রাল জেলেই এতদিন বন্দি ছিলেন শিজান। দুই মাস থানে সেন্ট্রাল জেলে থাকার পর আজ (৫ মার্চ, রবিবার) জামিনে মুক্তি পেয়ে বাইরে এলেন টিভি অভিনেতা শিজান খান।
Maharashtra | Television actor Sheezan Khan accused in television actress Tunisha Sharma's suicide case released on bail from Thane Central Jail today pic.twitter.com/KWRSwIYNtD
— ANI (@ANI) March 5, 2023