টোকিও, ২৬ জুলাই: টোকিও অলিম্পিকে (Tokyo Olympics 2020) আয়োজক দেশ জাপানের (Japan)) দারুণ কৃতিত্ব। গেমসের তৃতীয় দিনে আমেরিরা যুক্তরাষ্ট্র (USA), চিনের (China) মত দেশকে পিছনে ফেলে পদক তালিকায় শীর্ষে জাপান। ৮টি সোনা, ২টি রুপো, ৩টি ব্রোঞ্জ নিয়ে সবার আগে আয়োজকরা। পদক সংখ্য়ার নিরিখে আমেরিকা যুক্তরাষ্ট্র (১৪টি পদক), চিনের (১৮টি পদর) থেকে পিছনে থাকলেও ১৩টি পদকের মধ্য়ে ৮টিই সোনা জিতে বাজিমাত করল জাপানিরা। জুডো, স্কেটবোর্ডিংয়ে জাপান আধিপত্য দেখাচ্ছে। অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী দেখুন লাইভ পদক তালিকা
জলের খেলা শুরু হতেই আমেরিকা পদক তালিকায় নিজেদের আধিপত্য দেখালো। গেমসের প্রথম দিন পদকহীন থাকার পর ৭টি সোনা, ৩টি রুপো, ৪টি ব্রোঞ্জ নিয়ে পদক তালিকায় দু নম্বরে উঠল আমেরিকা। চিনকে ছাপিয়ে আজ পদক তালিকায় একটা সময় শীর্ষে ফিরেছিল জো বাইডেনের দেশ। তবে দিনের খেলার শেষের দিকে দুটো সোনা জিতে আমেরিকাকে টপকে পদক তালিকায় শীর্ষে উঠে আয়োজক দেশ জাপান । প্রথম দুটো দিন দাপট দেখানোর পর আজ কিছুটা থমকে যাওয়া চিন ৬টি সোনা সহ ১৭টি পদক জিতে রয়েছে তিন নম্বরে। মাত্র ২০ লক্ষ জনসংখ্যার দেশ কোসোভো ২টি সোনা জিতে ফেলল। কোসোভো দুটি পদক জিতেছে, দুটোই সোনা।
হংকং, ইন্দোনেশিয়াও সোনা জিতে ফেলল। ভারত্তোলনে ফিলিপিন্সকে দেশের অলিম্পিকের প্রথম সোনা এনে দিলেন হিদিলিন দিয়াজ। মীরবাঈ চানুর রুপোর সুবাদে ভারত পদক তালিকায় ৩৩ নম্বরে আছে। আজ কোনও ভারতীয় পদক জয়ের কাছাকাছি জেতে পারেননি। বরং ফেন্সিং, টেনিস, টেবিল টেনিসে ভারতের চ্যালেঞ্জ শেষ হয়ে গেল। আগামিকাল, মঙ্গলবার নামছেন মেরি কম, পিভি সিন্ধু ও ভারতীয় পুরুষ হকি দল। এখনও পর্যন্ত ৯টি দেশ একাধিক সোনা জিতেছে।
সাঁতারে আজ ২টি সোনা ৩টি রুপো, ৩টি ব্রোঞ্জ জিতেছেন আমেরিকার সাঁতারুরা। অস্ট্রেলিয়াও ২টি সোনা সহ ৬টি পদক জিতেছে। কানাডা, গ্রেট ব্রিটেন, জাপান ও তিউনেশিয়া একটি করে পদক জিতেছে। স্কেটবোর্ড এবারই প্রথম অলিম্পিক খেলার মর্যাদা পেয়েছে। আর অলিম্পিকের ইতিহাসে স্কেটবোর্ডে প্রথম সোনার পদক জিতল জাপানের ১৩ বছরের বিষ্ময় বালিকা মোমিজি নিশিয়া। ফেন্সিংয়ের ফয়েল ইভেন্টে ইতালির দানিতেল গ্যারোজ্জোকে ফয়েলের ফাইনালে ১৫-১১ পয়েন্টে হারিয়ে সোনা জিতেছেন হংকংয়ের চিয়াং কা লং। হংকংয়ের হয়ে কোনো পুরুষ অ্যাথলেটের এটাই প্রথম সোনা। হংকংয়ের হয়ে ইতিহাস গড়লেন চিয়াং কা লং। এদিন, ভারত্তোলনে মহিলাদের ৫৫ কেজি ইভেন্টে ফিলিপিন্সকে সোনাও এনে দিলেন এই ৩০ বছর বয়সী ভারোত্তোলক। ২২৪ কেজি তুলে সোনা জিতে নিয়েছেন দিয়াজ।