নয়াদিল্লি: মণিপুরের (Manipur) ইম্ফলে নিরাপত্তা বাহিনী বিভিন্ন নিষিদ্ধ সংগঠনের তিন জঙ্গিকে গ্রেপ্তার (Arrested) করেছে। জঙ্গিদের বিরুদ্ধে চাঁদাবাজি, অপহরণের অভিযোগ রয়েছে। পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, রবিবার ইম্ফল পশ্চিম জেলার লামডেং আওয়াং লেইকাই থেকে নিষিদ্ধ পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) এক অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর নাম ইউমনাম প্রেমকুমার সিং (৩১) এবং তিনি পঞ্চায়েত প্রধান ও সদস্যদের মতো নির্বাচিত প্রতিনিধিদের পাশাপাশি জেলার বেসরকারি ও সরকারি স্কুল থেকে চাঁদাবাজির সাথে জড়িত ছিলেন।
আরও পড়ুন: Agartala: আগরতলা থেকে উদ্ধার নিষিদ্ধ মাদকসহ টাকা, তল্লাশি অভিযানে আটক ৪ পাচারকারী
শনিবার ইম্ফল পশ্চিম জেলার হেরানগোইথং থেকে নিষিদ্ধ সংগঠনের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম কাঙ্গাবাম রাজু সিং (৪২)। ইম্ফল পূর্ব জেলার নংপোক সানজেনবাম খুলেন থেকে কেসিপি (নয়ন/এমএফএল) এর আরেক জঙ্গিকে গ্রেপ্তার করা হয়েছে। তার নাম মনোহরমায়ুম কবিচন্দ্র শর্মা ওরফে রাজো (২৮)।